Lifestyle: অনুমতি দিল যে দেশ, নারীদের খালি গায়ে সাঁতার কাটার

Published By: Khabar India Online | Published On:

 আদি সময় থেকে চলে আসছে ভেদাভেদ। কারণ, নারীর শারীরিক গঠন ও পুরুষদের গঠন আলাদা।

নারী সন্তান ধারণ করতে পারে, যে বিশেষ ক্ষমতা পুরুষের নেই। অথচ পুরুষের শক্তিতেই একজন নারী সন্তান ধারণ করতে পারে। দুজনের শরীরের হরমোন কম বেশি শক্তিশালী হয়ে কাজ করে। গলার স্বর থেকে বাচন ভঙ্গি সবটাই আলাদা নারী পুরুষ ভেদে। সমাজের বিভিন্ন প্রান্তে নারী পুরুষের ভেদাভেদ অন্যস্তরে চলে যায়, যেখানে মেয়েদের অবদমন করা হয়। সেই জায়গায় এলো ছোট্ট একটা পরিবর্তন। প্রত্যেক মেয়েরা পাচ্ছে বিশেষ সুযোগ সুবিধা।

আরও পড়ুন -  Sunita Baby: ‘বন্দুক কি দিওয়ানি’ গানে ঝড় তুললেন সুনিতা বেবি, ভাইরাল ভিডিওয় মুগ্ধ নেটিজেনরা

ঘটনাটি ঘটেছে স্পেনে। কাতালুনিয়ার ‘ডিপার্টমেন্ট অব ইকুয়ালিটি অ্যান্ড ফেমিনিজম’ এর তরফ থেকে একটি বিজ্ঞাপন প্রকাশ করা হয় যেখানে মেয়েদের এক বিশেষ অনুমতি দেওয়া হতে চলেছে।

আরও পড়ুন -  Young Woman: গাড়ি ১২ কিমি টেনে-হেঁচড়ে নিয়ে যায়, তরুণীকে

সাঁতার কাটার সময় সেই দেশের মেয়েরা বহুবার লিঙ্গ বৈষম্যের শিকার হয়েছেন। কাতালুনিয়ার ‘ডিপার্টমেন্ট অব ইকুয়ালিটি অ্যান্ড ফেমিনিজম’ এর তরফ থেকে অনুমতি দেওয়া হয় এই মর্মে যেখানে মেয়েরাও ছেলেদের মতন স্বাধীন ভাবে সাঁতার কাটতে পারবে।

আরও পড়ুন -  Lifestyle: রান্নাঘরের গ্রিলের তেলচিটে, দূর করার টিপস