Srijla Guha: ‘মন ফাগুন’ এর পিহু, রেস্তোরাঁর মেঝেতে শুয়ে কি করছেন? নেট দুনিয়ায় উত্তেজনা

Published By: Khabar India Online | Published On:

পেশায় মডেল, এসেছিলেন বাংলা ধারাবাহিকে আসর জমাতে। ‘মন ফাগুন’ দিয়ে ধারাবাহিক জগতে কেরিয়ার শুরু করেন পিহু ওরফে সৃজলা গুহ।

 বাবা বাঙালি ও মা পার্শি। বাংলা নিয়ে কিঞ্চিৎ সমস্যা ছিল অভিনেত্রীর। মন ফাগুন শুরু হওয়ার আগে বাংলা ভাষায় বর্ণপরিচয় শিখেছিলেন সৃজলা। এবার ধারাবাহিক শেষ। তাহলে কি সেই পুরনো ফিল্ডে ফিরবেন?

আরও পড়ুন -  Salman Khan: সাপের কামড় খেয়েও জন্মদিনে ক্যামেরার সামনে ভাইজান, ভাইরাল ভিডিও

গত ৫/৬ বছর ধরে সৃজলা মুম্বইয়ের প্রথম সারির মডেল ছিলেন। তার এহেন ফটোশ্যুট একেবারেই নতুন নয়। সম্প্রতি, সৃজলা একটি ছবি ও ভিডিও পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়, যেখানে তার পরনে রয়েছে মিনি স্কার্ট বা হট প্যান্ট টাইপের পোশাক, শরীরের ঊর্ধ্বাঙ্গ জুড়ে একটি টপ, যার মাঝখান দিয়ে উকি দেয় অভিনেত্রীর ক্লিভেজ।

আরও পড়ুন -  DA Hike Update: ত্রিপুরা সরকারের বড় ঘোষণা, রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি

‘মন ফাগুন’ ধারাবাহিকে সৃজলা গুহকে পাওয়া যায় শাড়ি ও সালোয়ার কামিজে। এখানে, অভিনেত্রীর নতুন ফটোশ্যুট দেখে অবাক নেট জনতা। কেউ কেউ অভিনেত্রীর ভিডিওর কমেন্টে লিখেছেন, ‘ক্যামেরাম্যান বেচেঁ ছিল?’ কেউ বলেছেন, ‘ক্যামেরাম্যান ফটো তুলছিলো কিভাবে? আমি তো দেখেই শেষ’। কেউ লিখেছেন, ‘আগুন’।

আরও পড়ুন -  Shakib Khan: জনপ্রিয় নায়ক শাকিব খানের জন্মদিন আজ