Viral Video Clip: চুম্বন করলেন তেজস্বী প্রকাশ এবং করন কুন্দ্রা সর্বসমক্ষে, ভিডিও ভাইরাল

Published By: Khabar India Online | Published On:

বিগবসের ১৫ নম্বর সিজন থেকে যে সমস্ত তারকা লাইম লাইটে উঠে এসেছেন তাদের মধ্যে অন্যতম হলেন তেজস্বী প্রকাশ এবং করণ কুন্দ্রা। সোশাল মিডিয়ায় দুজনেই খুবই জনপ্রিয়।

 দুজনেই নিজেদের সম্পর্ক সকলের সামনে নিয়ে এসেছে। মাঝে মধ্যেই তাদের দুজনকে একসাথে দেখা যায় বিভিন্ন জায়গায়। আরো একবার তাদের দুজনকে জনপ্রিয় হতে দেখা গেলো।

আরও পড়ুন -  T20 World Cup: অঘটন ঘটালো নামিবিয়া, এশিয়া চ্যাম্পিয়নদের হারিয়ে

কিছুদিন আগেই তেজস্বী প্রকাশ এবং করণ কুন্দ্রার একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে দুজনে একে অপরকে চুম্বন করছেন। ভিডিওটি তোলা হয়েছিল একটি এস্কেলেটরের উপর থেকে। দুজন এই সিঁড়ির দুই দিক থেকে উপরে উঠছেন আর নামছেন।

আরও পড়ুন -  VIRAL: বর-কনে ফুলশয্যার ভিডিও রেকর্ড করলেন, বোতাম টিপলেন ভুলবশত, ভিডিও ভাইরাল

 একটা সময় এলো যখন দুজন একে অপরের একেবারে কাছাকাছি পৌঁছে গেলেন, সেই সময় তারা করলেন চুম্বন। ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে হয়েছে জনপ্রিয়।

 

View this post on Instagram

 

A post shared by Instant Bollywood (@instantbollywood)

 ভিডিওতে তেজস্বী প্রকাশ একটি কমলা রঙের পোশাক পড়েছেন। অন্যদিকে করণ কুন্দ্র পরেছেন একটি লেদার জ্যাকেট এবং শার্ট প্যান্ট। দুজনকেই এই ভিডিওতে দারুন লাগছে এবং ইতিমধ্যে দুজনের এই ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে সকলের দৃষ্টি আকর্ষণ করে নিয়েছে।

আরও পড়ুন -  DA Hike: দীপাবলির আগে ছত্তিশগড়ের কর্মীদের জন্য বড় সুখবর, ৪% মহার্ঘ ভাতা বৃদ্ধি