Bhojpuri Song: শুভী শর্মার সাথে চুড়ান্ত ঘনিষ্ঠ নীরাহুয়া ফুলশয্যার খাটে, ভিডিওর কিছু ঝলক রইল

Published By: Khabar India Online | Published On:

 দেখা মিলেছে ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির এক জনপ্রিয় জুটির। ভাইরাল হওয়া গানে শুভী শর্মা ও দীনেশ লাল যাদবকে দেখা গিয়েছে।

 দুজনেই ভোজপুরি ইন্ডাস্ট্রির অন্যতম দুই প্রথম সারির তারকা। ভিডিওতে তাদের রোমান্স রীতিমতো উষ্ণতা ছড়িয়েছে, তা বলাই বাহুল্য। সম্প্রতি একটি জনপ্রিয় ভোজপুরি ইউটিউব চ্যানেলের মাধ্যমে এই ভিডিওটি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ার পাতায়।

আরও পড়ুন -  গোপনে কাজল রাঘওয়ানির ঘরে গেলেন নিরহুয়া, হানিমুনে আম্রপালিকে ছেড়ে, তারপর VIDEO

শুভী শর্মা ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয়, সুন্দরী অভিনেত্রী। ভীষণভাবে জনপ্রিয় সেখানকার দর্শকদের মাঝে। সম্প্রতি ‘পালা মে লাগা কাডি’ গানের তালেই পর্দায় নীরাহুয়ার সাথে চূড়ান্ত ঘনিষ্ঠ হয়েছেন অভিনেত্রী। পর্দার সামনে ফুলশয্যার দৃশ্যে দেখা মিলেছে তাদের। আর তাদের সেই ঘনিষ্ঠ দৃশ্য যে দর্শকরা বেশ তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করেছেন। ভিডিওতে একেবারে গদগদ প্রেমের দৃশ্যে দেখা মিলেছে তাদের। উল্লেখ্য, দীনেশ লাল যাদব নীরাহুয়া নামেই পরিচিত ভোজপুরি দর্শকদের মাঝে।

আরও পড়ুন -  Gold Price Today: সোনার দাম কমেই চলেছে, আজকে কলকাতায় দরদাম কি বলছে?

‘ইয়াশি ফিল্মস্ ভোজপুরি’ নামক একটি ইউটিউব চ্যানেল থেকে ১ বছর আগে এই গানের ভিডিওটি শেয়ার করে নেওয়া হয়েছিল সোশ্যাল মিডিয়ার পাতায়। বর্তমানে যার ভিউজ গিয়ে দাঁড়িয়েছে ৭ লাখের কাছাকাছি। এই গানের ভিডিওতে এই তারকা জুটিকে পর্দায় ফুলশয্যার দৃশ্যে দেখা গিয়েছে।

আরও পড়ুন -  Amrapali Dance: এবার সবার সামনে খোলা মঞ্চে নাচতে দেখা গেল প্রিয় আম্রপালি দুবে এবং নিরাহুয়াকে, গ্রামবাসীদের চোখের পাতা পড়ছে না

এই গানের দৃশ্যে একে অপরের সাথে তারা চূড়ান্ত ঘনিষ্ঠ হয়েছিলেন, তা গোটা ভিডিওটি দেখলেই বোঝা যাবে। ভিডিওতে পুরো ঘরটি ফুল দিয়ে সাজানো অবস্থায় দেখা গিয়েছে। অতএব,এটি যে ছবির ফুলসজ্জার দৃশ্য ছিল, তা নিয়ে সন্দেহ নেই।