Srabanti Chatterjee: মিষ্টি অভিনেত্রী, ১৬ বছরের যুবতীকেও হার মানাবেন শ্রাবন্তী

Published By: Khabar India Online | Published On:

 শ্রাবন্তীর যেন বয়স বাড়ে না, বয়স বাড়লেও রূপ যেন কমে না। দিনদিন তার রূপের টাটকা ছবি সোশ্যাল মিডিয়ায় আগুন ধরাচ্ছে।

নেট জনতা যতই শ্রাবন্তীর পিছনে কেচ্ছা করুক না কেন, অভিনেত্রীর এক টুকরো মিষ্টি ছবি দেখার জন্য ভিড় সোশ্যাল মিডিয়ার হ্যান্ডেলে।

আরও পড়ুন -  Mother Is Tisha: সুখবর দিলেন ফারুকী, মা হচ্ছেন তিশা

টলি পাড়ার মিষ্টি মেয়ে হল শ্রাবন্তী চট্টোপাধ্যায়। হাসির জাদুতে ফিদা স্কুল বয় থেকে কাকু এবং জ্যাঠুরা। মাঝে মধ্যে অভিনেত্রীর বিয়ে ও ডিভোর্স নিয়ে কেচ্ছা করেন তারাও কিন্তু শ্রাবন্তীর রূপের প্রশংসায় পঞ্চমুখ।

তৃতীয় বিয়ে ভাঙার মধ্যেই গুঞ্জন শুরু হয় টলি কুইন শ্রাবন্তীর নতুন প্রেম নিয়ে। বিনোদন দুনিয়ায় এই অভিনেত্রীর ব্যাক্তিগত জীবনে কেচ্ছা একেবারেই হয় কেক। মানুষ জানতে চায় শ্রাবন্তী কেন বারবার বিয়ে করছেন আর কেন ডিভোর্স? তাহলে কি অতি বর গৃহিণী না পায় ঘর, অতি বড় সুন্দরী না পায় বর!সম্প্রতি, এক গণমাধ্যমে শ্রাবন্তী চট্টোপাধ্যায় বলেন যে অভিরূপ তার বিশেষ বন্ধু, যার সঙ্গে সব কিছু শেয়ার করা যায়।

আরও পড়ুন -  ব্ল্যাক-ক্রেস্টেড বুলবুলের রহস্যময় আকর্ষণ

অভিনেত্রীর এমন কথায় গুঞ্জন আরো জোরদার হয়েছে। অনেকের ধারণা হয়তো অভিনেত্রী চতুর্থবার বিয়ে করতে চলেছেন।