কিছু বিশেষ নিয়ম কানুন জেনে নিন ট্রেন সফর করার আগে, না হলে জরিমানাও হতে পারে

Published By: Khabar India Online | Published On:

আপনি রেল যাত্রা করেন তখন আপনাকে রেলের বহু নিয়ম কানুন মেনে চলতে হয়। কেউ এই রেলের নিয়ম কানুন গুলি পালন না করেন তখন তাকে একটা মোটা টাকা জরিমানা গুনতে হয়।

 ভারতীয় রেলে যদি আপনি কিছু গর্হিত অপরাধ করেন তাহলে আপনাকে কিন্তু জেল হেফাজতে পর্যন্ত রাখা হতে পারে এই বিষয়টির অপরাধে। তাই রেল সফর করার আগে অবশ্যই ভারতীয় রেলের কিছু বিশেষ নিয়ম কানুন মেনে চলা অত্যন্ত প্রয়োজন মনে করেন বিশেষজ্ঞরা।

আরও পড়ুন -  শেষ হবে না ব্যাটারি, যত খুশি ইউজ করতে পারবেন, নোকিয়ার নতুন এই স্মার্টফোন

  আপনি কিন্তু কোনোভাবেই ভারতীয় রেলের নিয়ম অমান্য করতে পারেন না। ভারতীয় রেলের নিয়ম অনুযায়ী, ট্রেনে সফল করার সময় আপনি ট্রেনে কোন রকমের জ্বলনশীল পদার্থ নিয়ে যেতে পারবেন না। গ্যাস সিলিন্ডার হোক বা কেরোসিন তেল এমনকি পেট্রোল,আপনি ট্রেনে করে নিয়ে যেতে পারেন না। এটা দণ্ডনীয় অপরাধ।

আরও পড়ুন -  Hot Dance Video: হট স্টাইলে নাচলেন খুশি যাদব হলুদ শাড়িতে, সকলের মুখে একটাই কথা-“সুপার হট”

রেলের ১৯৮৯ সালের আইনের ১৬৪ নম্বর ধারা অনুযায়ী ভারতীয় রেলওয়ে আপনার উপরে মামলা দায়ের করবে এবং আপনাকে তিন বছর পর্যন্ত জেল খাটতে হতে পারে অপরাধের জন্য। পাশাপাশি ১০০০ টাকা পর্যন্ত জরিমানাও হতে পারে।

ট্রেনে সফর করার সময় আরো কিছু নিয়মকানুন আপনাকে মানতে হবে। এরমধ্যে অন্যতম হলো ধূমপান না করা। ট্রেনে কোনভাবেই আপনি ধূমপান করতে পারেন না। বহু বছর ধরে এই নিয়মটা কার্যকরী রয়েছে এবং ট্রেনে যদি আপনি ধূমপান করেন তাহলে আপনার জেল হতে পারে অথবা আপনাকে মোটা টাকা জরিমানা দিতে হতে পারে। পাশাপাশি, ট্রেনে যদি আপনি ট্রেনের ছাদে উঠে রেল সফর করেন তাহলেও সেটা অত্যন্ত গর্হিত একটি অপরাধ।

আরও পড়ুন -  পূর্ব রেলের আসানসোল ডিভিশনে শুরু হয়েছে স্পেশাল চেকিং ব্যবস্থা