VIRAL: এমন কাজ করলেন নীরাহুয়া, অভিনেত্রী মধু শর্মার সাথে, বিয়ে বাড়িতেই, অবাক ভক্তরা!

Published By: Khabar India Online | Published On:

ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির এক জনপ্রিয় জুটির। ভাইরাল হওয়া গানে মধু শর্মা ও দীনেশ লাল যাদবকে দেখা গিয়েছে।

 দুজনেই ভোজপুরি ইন্ডাস্ট্রির অন্যতম দুই প্রথম সারির তারকা। ভিডিওতে তাদের রোমান্স রীতিমতো উষ্ণতা ছড়িয়েছে, তা বলাই বাহুল্য। সম্প্রতি একটি জনপ্রিয় ভোজপুরি ইউটিউব চ্যানেলের মাধ্যমে এই ভিডিওটি শেয়ার করা হয়েছে সোশ্যাল মিডিয়ার পাতায়।

আরও পড়ুন -  নেচে কাঁপালেন এই সুন্দরী হলুদ শাড়িতে, বলিউড অভিনেত্রীদের টেক্কা দেবে, Dance Video

মধু শর্মা ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয়, সুন্দরী, প্রথম সারির অভিনেত্রী। তিনি ভীষণভাবে জনপ্রিয় সেখানকার দর্শকদের মাঝে। সম্প্রতি ‘রূপ বাতে সোনা সোনা’ এই গানের তালেই পর্দায় নীরাহুয়ার সাথে পর্দায় বিয়েবাড়ির মধ্যেই চোখে চোখে প্রেম করতে দেখা গিয়েছে অভিনেত্রীকে। পরে অবশ্য এই গানের তালেই রোমান্টিক হয়েছিলেন তারা।

আরও পড়ুন -  Prince Harry: বাঁচলেন হ্যারি ও মেগান, গাড়ি দুর্ঘটনা থেকে

 সাজানো-গোছানো সেটে নাচতে দেখা গিয়েছে এই দুই তারকাকে। সেই রোমান্টিক নাচের দৃশ্য যে দর্শকরা বেশ তারিয়ে তারিয়েই উপভোগ করেছেন। ভিডিওতে একেবারে গদগদ রোমান্টিক প্রেমের দৃশ্যে দেখা মিলেছে এই জনপ্রিয় অনস্ক্রিন তারকা জুটির।

‘ইশতার ভোজপুরি’ নামক জনপ্রিয় ভোজপুরি ইউটিউব চ্যানেল থেকে এই অনস্ক্রিন তারকা জুটির এই ভিডিওটি ২ বছর আগে শেয়ার করে নেওয়া হয়েছে সোশ্যাল মিডিয়ার পাতায়। বর্তমানে পুনরায় এই জনপ্রিয় ভোজপুরি গানের ভিডিওটি ভাইরাল হয়েছে। এই মুহূর্তে যা পৌঁছে গিয়েছে ৫০ হাজারেরও বেশি মানুষের কাছে। উল্লেখ্য গানটি নীহারিকা জোশি ও মনোজ মিশ্রের কণ্ঠে শোনা গিয়েছে। এই গানের সুর দিয়েছেন ধনঞ্জয় মিশ্র। কথা দিয়েছেন সন্তোষ পুরি।

আরও পড়ুন -  যাদবপুর সুলেখার মোড়ে পথ চলা শুরু হল স্যানটেজিস হেল্থ কেয়ার