Madan Mitra: শুরু নতুন অভিযান, পাঞ্জাবি পরে সোনাগাছিতে হাজির মদন মিত্র

Published By: Khabar India Online | Published On:

সোনাগাছি ছুটলেন কালারফুল বয় মদন মিত্র। শুরু করলেন নতুন কাজের সূচনা। লাল সাদা ছাপা পাঞ্জাবি, চোখে ‘সিগনেচার স্টাইল’ রোদ চশমা।

 দেখেই বোঝা যাচ্ছিল পুজোর আর বেশি দিন নেই। শরৎ এর শারদ উৎসব যে একেবারে দোরগোড়ায়, মদন মিত্রকে দেখলেই বোঝা যাচ্ছে, একেবারে চোখ জুড়িয়ে যাওয়া স্টাইলে, হাস্যবদনে মদন মিত্র নজরকাড়া। এত সাজগোজ করে কোথায় ছুটলেন মদন দা? উত্তর – সোনাগাছি।

আরও পড়ুন -  Madan Mitra: দিদির জন্য গান করলেন মদন মিত্র, ‘ইন্ডিয়া ওয়ানা হার বেটিয়া’

প্রতিবছর বেশ ধুমধাম করে সোনাগাছিতে মায়ের আরাধনা হয়। প্যান্ডেল, ধূপ, ধুনো, ফুলে, ফলে, আলোয় সেজে ওঠে সোনাগাছির মাটি। গত বছর সেই আনন্দে ভাঁটা পরেছিল, এবার ফের সেজে উঠবে সোনাগাছির মাটি।

আরও পড়ুন -  খরিফ মরশুমে শস্য উৎপাদনশীলতা বাড়াতে চাষের সেরা পদ্ধতি গ্রহণের জন্য কৃষকদের আবেদন জানালেন শ্রী নরেন্দ্র সিং তোমর

দুর্গা পূজার আয়োজন হচ্ছে জমিয়ে। পাশাপাশি মদন মিত্রের জন্যেও সোনাগাছির স্থান খুবই লাকি। গত বছর সোনাগাছির পুজো যখন বিপন্ন, সেই সময় তাদের পাশে দাঁড়িয়েছিলেন মদন মিত্র। আবার মদন দা হাজির।

আরও পড়ুন -  নায়িকা পলি এখন কি করছেন ? পর্দায় দেখা যাচ্ছে না !

মদন মিত্র রাজনৈতিক মহলে যেমন জনপ্রিয়, তেমনই তিনি ব্যাক্তিগত জীবনে যথেষ্ট উদ্যমী ও আনন্দময়। সোশ্যাল মিডিয়ায় চূড়ান্ত সক্রিয় তিনি।