শুরু হয়েছে বীরভূমের দোর্দন্ড প্রতাপ তৃণমূল নেতা’র গরু চুরির মামলা। তার পক্ষেও রয়েছে কোটি কোটি টাকার কেস।
গরু চুরির অভিযোগে বীরভূমের কেষ্টাকে সিবিআই গ্রেফতার করলেও পাবলিকের সামনে অনুব্রত তেমন কিছুই বলেননি। মুখে কুলুপ এঁটে অনুব্রত একেকটা দিন পার করছেন। সম্প্রতি মেয়ের চাকরির ব্যাপারে মুখ খুলেছিলেন অনুব্রত। তার দাবি মেয়ের সমস্ত সার্টিফিকেট আছে,মেয়ে পাশ করা।
অনুব্রত মুখ খুললেন তার সম্পত্তি নিয়ে। সিবিআই ও ইডি তৎপরতার সঙ্গে কেষ্টার রাইস মিলে হানা দেয়। বোলপুরের ‘ভোলে ব্যোম রাইস মিল’-এ গিয়ে তাজ্জব আধিকারিকরা।
একের পর এক দামী দামী গাড়ির সম্ভার, গাড়ি গুলো নাকি বউ ও মেয়ের নামে করা। গোয়েন্দা সূত্রে খবর, বিভিন্ন ব্যাঙ্কে রয়েছে একাধিক ফিক্সড ডিপোজিট।