Kylie Jenner: নকল হলিউড তারকা, শ্রীদেবীকে

Published By: Khabar India Online | Published On:

শ্রীদেবী (Sridevi) বহুদিন হয়ে গেল। অভিশপ্ত সেই সময়টা তবু যেন কোথাও থেমে রয়েছে।

জাহ্নবী কাপুর (Janhvi Kapoor) পর্দায় এলে তাঁর মাঝে শ্রীদেবীর অংশ খুঁজে পান অনুরাগীরা। এখনও ‘হাওয়া হাওয়াই’ আইকনিক। দেশের গন্ডি পেরিয়ে সেই স্টারডমের আলো ছড়িয়ে পড়েছে বিদেশেও। এবার তার প্রমাণ মিলল হলিউড তারকা কাইলি জেনারের পোশাকে।

আরও পড়ুন -  রুশ ক্ষেপণাস্ত্র হামলায়, শতবর্ষী গির্জা ক্ষতিগ্রস্ত ওডেসায়

সম্প্রতি ছিল কাইলির পঁচিশ তম জন্মদিনের পার্টি। সেই পার্টির আগেই ঘনিষ্ঠ বন্ধুদের সাথে কাইলি গিয়েছিলেন নৈশভোজে। তাঁর পরনে ছিল পাকো রাবানের তৈরি ঝলমলে পোশাক। পোশাকের রঙ ছিল সিলভার। এই পোশাকটি ছিল স্লিভলেস। ব্যাকলেস সিলভার রঙের পোশাকের সাথে কাইলি পরেছিলেন ডেনিম ট্রাউজার। হাতে ছিল মানানসই ক্লাচ। কাইলির এই পোশাক পরিহিত ছবি নেটদুনিয়ায় ভাইরাল হতেই নেটিজেনদের একাংশের মনে হয়েছে শ্রীদেবীর পোশাকের অনুকরণে বানানো হয়েছে কাইলির পোশাকটি। শ্রীদেবীর পোশাকটি এতটা খোলামেলা ছিল না। কাইলির পোশাকে শ্রীদেবীর পোশাকটির মতোই রয়েছে হুডি।

আরও পড়ুন -  Janhvi Kapoor: জাহ্নবী বোল্ড লুকে, লাল ব্যাকলেস পোশাকে, চোখের চাহনিতে ঘুম নেই, নেটনাগরিকদের