‘মোহরা’ ছবির পুনম ঝাওয়া-কে মনে পড়ে? এখন দেখুন পুরো চেহারা পাল্টে গেছে

Published By: Khabar India Online | Published On:

বিভিন্ন সিনেমাতে বিভিন্ন ধরনের তারকা কাজ করে লাইমলাইটে আসেন। কেউ কেউ অনেক সিনেমা করেও দর্শকদের প্রিয় হতে পারেন না, আবার কেউ হাতেগোনা কয়েকটি সিনেমাতে অভিনয় করে দর্শকদের মনে রয়ে যায়।

 ৯০ এর দশকে অক্ষয় কুমার এবং রবীনা ট্যান্ডন এর একটি সিনেমা ব্যাপক সুপারহিট হয়েছিল। এই সিনেমার মধ্যে দুই তারকা জুটির এখনো অবাক করে দর্শকদের।

আরও পড়ুন -  Drunk Kiss: চুম্বনে মত্ত নেহা-রোহনপ্রীত ! ভালোবাসার পরিচয়

 90 এর দশকের সুপারহিট সিনেমা মোহরা এর কথা হচ্ছে। এই সিনেমাতে দুই তারকা জুটির পাশাপাশি ছিলেন সুনীল শেট্টিও।

সিনেমার “না কাজরে কি ধার না মোতি কা হার” গানটি ব্যাপক জনপ্রিয় ছিল। গানে সুনীল শেট্টির সাথে এক সুন্দরী অপ্সরা নাচ করেছিলেন যে সেইসময় ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন। আসলে ওই গান দিয়ে ক্যামিও চরিত্রে অভিনয় করেছিলেন পুনম ঝাওয়ার।

আরও পড়ুন -  নতুন রূপে বাজারে এলো Maruti Alto 800, মাইলেজ ৩৬kmpl, দাম মাত্র ৩ লাখ টাকা

পুনম বলিউডের ব্যাপক জনপ্রিয়তা পেলেও খুব একটা সিনেমা জগতের সাথে সংযোগ রাখেন নি। তবে তাকে মাঝে মাঝে বিভিন্ন বলিউড পার্টিতে দেখা যায়। পাশাপাশি সোশ্যাল মিডিয়াতে তিনি ব্যাপক সক্রিয় থাকেন এবং মাঝে বিভিন্ন সাহসী ফটোশুটের ছবি পোস্ট করে থাকেন।

 

View this post on Instagram

 

A post shared by Poonam Jhawer (@poonamjhawer)