Hair Thick: ঘন চুল এবং সৌন্দর্য আরও ভালো করার উপায়

Published By: Khabar India Online | Published On:

 চুলের যত্নে এবং চুল ঘন,কালো ও ঝলমলে করে তুলতে নানান রকম প্রসাধনী ব্যবহার করে থাকেন যা চুলের জন্য ক্ষতিকর। তাছাড়া চুলকে রুক্ষ এবং ড্যামেজ করে।

আসুন জেনে নেই চুল ঘন করার ঘরোয়া সমাধান।

চুল দ্রুত বড় করতে এবং ঘন করার জন্য মিয়মিত ব্যবহার করুন তেল। রাতে ঘুমানোর আগে তেল দিয়ে ঘুমান।

আরও পড়ুন -  সুস্পষ্টভাবে করোনায় আক্রান্তের সংখ্যা মোট আক্রান্তের ৫ শতাংশের কম

চুল ঘন করার সবচেয়ে প্রথম কাজ চুল সবসময় পরিষ্কার রাখা। চুলের ধুলাবালি, ময়লা ভালো করে পরিষ্কার করতে হবে। নাহলে চুলের স্বাভাবিক তৈলাক্ত নষ্ট হতে পারে।

অয়েল ম্যাসাজ চুল ঘন করার একটি মাধ্যম। মাসাজ রক্ত সঞ্চালনে সাহায্য করে যা চুল ঘন করতে এবং চুল পড়া রোধে কাজ করে।

আরও পড়ুন -  Bollywood Movies: এখন বলিউডের এই সিনেমাগুলি ঘাম ঝরাচ্ছে, প্রাইভেসি মেনে দেখবেন

ভেজা চুল কখনই আছড়ানো ঠিক নয়। তাতে চুলের আরও ক্ষতি হয়। চুল ভেজা থাকা অবস্থায় চুল কখনই আঁচড়াবেন না। প্রচুর পরিমানে শাক সবজি খাবেন। ডিম, মাছ এবং পুষ্টিকর খাবার গুলো নিয়মিত খাবেন।

আরও পড়ুন -  Messi: সৌন্দর্য উপভোগ করতে মরুর দেশে সপরিবারে মেসি

চুল ঘন এবং সিল্কি করার জন্য ঘরোয়া ফেস প্যাক ব্যবহার করতে পারেন। মেথি বাটা বেশ ভালো কার্যকরী। মেথি বাটার সাথে টকদই মিশিয়েও হেয়ার প্যাক বানিয়ে লাগাতে পারেন। দারুন কাজ করে।