Jagaddhatri: ‘জগদ্ধাত্রী’-র আগমনে বন্ধ হচ্ছে মেগা সিরিয়াল, জি বাংলায় আসছে

Published By: Khabar India Online | Published On:

লকডাউনের সময় ‘ত্রিনয়নী’ হঠাৎই বন্ধ হয়ে গিয়েছিল কম টিআরপির কারণে। সেটাই ছিল শুরু। এরপর বিগত দুই বছরে জি বাংলা ও স্টার জলসার একের পর এক সিরিয়াল কয়েক মাস চলতে না চলতেই বন্ধ হয়ে গিয়েছে। স্টার জলসায় ‘বৌমা একঘর’ সিরিয়ালটি তিন মাস যেতে না যেতেই বন্ধ হয়ে যাচ্ছে। অপরদিকে জি বাংলায় বন্ধের মুখে ‘উমা’।

আরও পড়ুন -  Muskan Baby: মুসকান বেবি শরীর এর সব কিছু ঝাঁকিয়ে নাচ দেখালেন এই ভিডিও তে, একলা দেখুন

‘উমা’ বন্ধ করার অফিশিয়াল ঘোষণা না হলেও শোনা যাচ্ছে, এই সিরিয়ালের টিআরপি শুরুর দিন থেকেই নিম্নগামী হওয়ার কারণে সিরিয়ালটি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন কর্তৃপক্ষ।

এবার চ্যানেলের সময় এসেছে সিদ্ধান্ত নেওয়ার। শুরুর দিন থেকে লাগাতার ট্রোলের সম্মুখীন ‘উমা’। এক সাধারণ মেয়ের সফল ক্রিকেটার হয়ে ওঠার কাহিনী নিয়ে তৈরি এই সিরিয়াল ক্রমশ সরে গিয়েছে মূল ট্র্যাক থেকে। এমনকি উমার ক্রিকেট খেলার সময় বেশ কিছু ভুল সমালোচিত হয়েছে। উমার ব্যাট ধরা সমালোচিত হওয়ার পর তাকে ক্রিকেটের তুলনায় সংসারে বেশি মন দিতে দেখা গিয়েছে।

আরও পড়ুন -  রাত পোহালেই জন্মাষ্টমী, হঠাৎ লোডশেডিং !