Britney Spears: আত্মজীবনী আসছে ব্রিটনি স্পিয়ার্সের

Published By: Khabar India Online | Published On:

 বই বা স্মৃতিকথা লেখা সেলিব্রিটিদের মধ্যে একটি সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। কখনও তারা তাদের অনুরাগীদের সচেতন করতে আবার কখনো নিজস্ব জীবনযাত্রা ভক্তদের সঙ্গে ভাগ করে নিতে অনেকেই কলম তুলে নেন।

সেই তালিকায় এবার নাম লেখাতে চলেছেন মার্কিন গায়কি ও নৃত্যশিল্পী ব্রিটনি স্পিয়ার্স। ৪০ বছর বয়সী  গায়িকার আত্মজীবনী প্রকাশ হতে যাচ্ছে।

আরও পড়ুন -  Small Savings Schemes: বড় পরিবর্তন পিপিএফ ও সুকন্যা সমৃদ্ধির নিয়মে, অর্থমন্ত্রী নির্মলা সীতারমন নির্দেশ জারি করলেন

জানা গেছে, বইটি আসতে একটু সময় লাগবে। কারণ কাগজ স্বল্পতা!

ব্রিটনি স্পিয়ার্স এরইমধ্যে তার বই বা প্রথম স্মৃতিকথা নিয়ে কাজ শুরু করে দিয়েছেন। সম্প্রতি তার লেখা শেষ করেছেন। এতে ক্যারিয়ারের সঙ্গে তার শৈশবের অভিজ্ঞতার অনেক গল্প রয়েছে।

আরও পড়ুন -  কাস্টিং কাউচ বিতর্কে মুখ খুললেন অভিনেত্রী মিনিশা, এক অভিনেতার শিকার হয়েছিলেন

হলিউড সংবাদ মাধ্যম থেকে জানা যায়, ১৫ মিলিয়ন ডলারে ব্রিটনির আত্মজীবনীর স্বত্ব পেয়েছে প্রকাশনা সংস্থা সাইমন অ্যান্ড শুস্টার, যা যুক্তরাষ্ট্রে প্রকাশনার ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ অঙ্কের চুক্তি।

আরও পড়ুন -  স্বস্তিকা মুখোপাধ্যায়, জবাব দিলেন ট্রোলারদের

প্রকাশক সাইমন অ্যান্ড শুস্টারের ছাপা কাগজের ঘাটতির কারণে প্রকাশনায় বিলম্বিত হবে। বইটি ২০২৩ সালের জানুয়ারিতে প্রকাশ পাবার কথা ছিল। সেটা আরও দেরি হবে।