Srabanti Chatterjee: উরুগুলো ঢাকুন বুড়ো বয়সে…, ট্রোলড শ্রাবন্তী, হট প্যান্ট পরে

Published By: Khabar India Online | Published On:

শ্রাবন্তী চট্টোপাধ্যায় (Srabanti Chatterjee) কেরিয়ার নিয়ে ব্যস্ত। সাথে নিত্যনতুন ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন তিনি। বেড়াতে ভালোবাসেন শ্রাবন্তী।

 সম্প্রতি নিজের মালদ্বীপ ট্রিপের বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন শ্রাবন্তী।

আরও পড়ুন -  Srabanti: মলদ্বীপে অভিনেত্রীর হট অবতার দেখে চোখ কপালে নেটিজেনদের ! ফের ট্রোলড হলেন শ্রাবন্তী

ছবিগুলিতে শ্রাবন্তীর পরনে রয়েছে হালকা নীল রঙের ডেনিম হট প্যান্ট, কার্টুন আঁকা সাদা রঙের ওভারসাইজড টি-শার্ট। তার সাথে কানে রয়েছে জাঙ্ক ইয়ারিং, চোখে সানগ্লাস। মেকআপ খুব একটা হালকা নয়। কখনও সি-বিচে কাঠের গুঁড়ির উপর বসে, কখনও বা দাঁড়িয়ে সমুদ্রকে উপভোগ করতে করতে ছবি তুলেছেন শ্রাবন্তী। কিন্তু ছবিগুলি শেয়ার করে যথারীতি ট্রোলড হয়েছেন শ্রাবন্তী। নেটিজেনদের একাংশ তাঁকে কটাক্ষ করেছেন তাঁর উরু নিয়ে। অনেকে লিখেছেন, বুড়ো বয়সে কি উরুগুলো ঢাকা যায় না! অনেকে শ্রাবন্তীর ব্যক্তিগত জীবন নিয়েও কটাক্ষ করেছেন।

আরও পড়ুন -  Srabanti Chatterjee: অভিনেত্রী শ্রাবন্তী সেক্সি পোজে বাথটবে, সাহসী ছবি, চকচকে থাই

বর্তমানে রোশন ও শ্রাবন্তীর বিবাহ বিচ্ছেদের মামলা চলছে।