VIDEO: শামা সিকান্দার, ‘টিপ টিপ বারসা পানি’ গানে, হট লুকে সাহসিকতার সীমা দেখালেন

Published By: Khabar India Online | Published On:

আজকাল প্রায় সকলেই স্মার্টফোন ব্যবহার করে থাকেন। দৈনন্দিন জীবনে এগিয়ে চলার জন্য স্মার্টফোন ছাড়া জীবনটা অচল।

প্রযুক্তির দুনিয়াতে বিনোদনের অন্যতম পরিপূরক হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়াতে আজকালকার দিনে আট থেকে আশি সকলেই বিচরণ করেন। ফেসবুক, ইনস্টাগ্রাম এবং ইউটিউব ইত্যাদি সমস্ত অ্যাপ গোটা বিশ্বজুড়ে জনপ্রিয়। আজকাল তারকারা সোশ্যাল মিডিয়াতে মাঝে মাঝেই ছবি পোস্ট করে নেটিজেনদের সাথে যোগাযোগ রাখেন।

আরও পড়ুন -  Dance Video: গ্রামের মানুষকে পাগল করে তুলছেন আরশি উপাধ্যায় তাঁর সাহসী ডান্স দেখিয়ে, ভিডিও দেখুন

বলিউড জগতের জনপ্রিয় অভিনেত্রী হলেন শামা সিকান্দার। তিনি সামাজিক মাধ্যমে তার ভক্তদের সাথে সংযুক্ত থাকেন প্রতিনিয়ত।

শামা প্রতিদিন তার ছবি এবং ভিডিও শেয়ার করে মানুষের দৃষ্টি আকর্ষণ করে থাকেন। বলা যেতে পারে নিজের বোল্ড অবতার দিয়ে ফ্যানদের সম্মোহিত করে রাখেন তিনি। তাঁর কিলার এক্সপ্রেশন ও শরীরী ভাঁজ নিয়ন্ত্রণহীন করে তোলে। সিনেমাতে কাজ না করলেও সোশ্যাল মিডিয়াতে তাঁর ফ্যান ফলোয়িং একদমই কম নয়।

আরও পড়ুন -  Tridha Chowdhury: ‘আশ্রম’ এর ‘ববিতা বৌদি’ বিকিনি পরে সুইমিংপুলে

সম্প্রতি শামা সিকান্দার নিজের ইনস্টাগ্রামে একটি রিল ভিডিও পোস্ট করেছেন যাতে শামাকে হলুদ রঙের শাড়িতে দেখা গিয়েছে। এর পাশাপাশি, তিনি হালকা মেকআপ করেছেন এবং চুল খোলা রেখেছেন যাতে তাকে খুব সুন্দর দেখাচ্ছে। শামা সিকান্দারকে ওই নেটের শাড়িতে খুব হট লাগছে। বৃষ্টিতে তার সাহসী স্টাইল রাতের ঘুম উড়িয়েছে নেটিজেনদের। শামা জনপ্রিয় আইটেম সং “টিপ টিপ বারসা পানি” তে তুমুল নাচ করেছেন।

আরও পড়ুন -  সাহসী পোজ দিলেন ‘মির্জাপুর’ ওয়েব সিরিজের ডিম্পি, ফ্যানদের হুঁশ উড়ল

 রিল ভিডিওটি ইনস্টাগ্রামে ব্যাপক ভাইরাল হয়ে গেছে। অগুনতি মানুষ এই ভিডিওটি দেখেছেন। এছাড়া লাখ লাখ মানুষ এই ভিদিওতে লাইক দিয়েছেন।

 

View this post on Instagram

 

A post shared by Shama Sikander (@shamasikander)