Janhvi Kapoor: অভিনেত্রী জাহ্নবী কাপুর, এমন ছবি তুললেন

Published By: Khabar India Online | Published On:

বনি কাপুর ও শ্রীদেবীর দৌলাতে জাহ্নবী কাপুর ও তার বোন খুশি কাপুর যে ছোট থেকেই সেলেব কিড হিসেবে বড় হয়েছে। বর্তমানে বলিউড ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় তরুণ অভিনেত্রী জাহ্নবী কাপুর। বিটাউনে তাকে নিয়ে চর্চা চলে। কোন না কোন কারণে চর্চায় থাকতে দেখা যায়। পাপারাজিৎদের ক্যামেরায় ধরা দেন অভিনেত্রী। সম্প্রতি পাপারাজিৎদের দৌলাতেই আবারো চর্চায় এসেছেন।

 অভিনেত্রী হিসেবে জাহ্নবী কাপুর নিজের সোশ্যাল মিডিয়ার পাতায় ভালোই অ্যাক্টিভ। প্রায়ই নিজের একাধিক ছবি ও ভিডিও শেয়ার করে থাকেন নেটমাধ্যমে।

আরও পড়ুন -  Actress Bipasha Bose: অভিনেত্রী বিপাশা বসু মা হচ্ছেন !

 সোশ্যাল মিডিয়ায় তার অনুরাগীরাও একাধিক ফ্যান পেজ তৈরি করে রেখেছে, যেখান থেকে প্রায়ই অভিনেত্রীর একাধিক ছবি কিংবা ভিডিও শেয়ার হয়ে থাকে। সম্প্রতি নিজের শেয়ার করা বোল্ড, লাস্যময়ী ছবির সূত্র ধরেই আপাতত চর্চায় জাহ্নবী।

এই মুহূর্তে শ্রীদেবী কন্যা নেটিজেনদের মাঝে নিজের নতুন লুকের জন্য চর্চায় রয়েছেন। অভিনেত্রী নিজেই নিজের ইনস্টাগ্রামের পাতায় নিজের কিছু বোল্ড ছবি শেয়ার করে নিয়েছেন, যা ভাইরাল হওয়ার পর থেকেই চর্চিত। ছবিতে জাহ্নবীকে বো-স্ট্রীট ফ্লোরাল প্রিন্টের পোশাকে দেখা গিয়েছে। এই পোশাকের সাথে কার্লি হেয়ার সেট করিয়েছিলেন।

 

View this post on Instagram

 

A post shared by Janhvi Kapoor (@janhvikapoor)

নুড মেকাপে নিজের টোনড স্কিন শো-অফ করেছেন। অভিনেত্রীর ঠোঁটে লেগেছিল সেই পরিচিত মনকাড়া হাসি, যা আবারো মুগ্ধ করেছে সকলকে। বোল্ড ফটোশুটের খাতিরেই যে অভিনেত্রী এই ছবিগুলি তুলেছেন, তা স্পষ্ট। ছবিতে কখনো দাঁড়িয়ে, আবার কখনো বসে পোজ দিতে দেখা গিয়েছে তাকে। তার এই নজরকাড়া লুকে মুগ্ধ তার অনুরাগীরাও। সম্প্রতি ডিজনি প্লাস হটস্টার এইচডি’তে মুক্তি পেয়েছে জাহ্নবী কাপুর অভিনীত ‘গুড লাক জেরি’।

আরও পড়ুন -  VIDEO: এষা গুপ্তা সমস্ত সীমা ভেঙে দিলেন এই গরমে, ভিডিও দেখলে আরও ঘাম ঝরবে