Arpita Mukherjee: অর্পিতা বিস্ফোরক, এবার পার্থর বিরুদ্ধেই

Published By: Khabar India Online | Published On:

রাতারাতি বিখ্যাত হয়ে যাওয়া থেকে রাশি রাশি টাকা, সোনা উদ্ধার, একটা গানের লাইনকে সত্যি করে দেয়। পার্থ ও অর্পিতা বুঝিয়ে দিলেন, রাজনীতি বড্ড বিচিত্র, কে যে মুখোশ পরে রয়েছে আর কে সহাস্য বদনে অন্যের পিছনে আঘাত করছে কেও জানে না।

আরও পড়ুন -  Video: সম্প্রতি একটি ভিডিও নেটিজেনদের নজর কেড়েছে

সম্প্রতি, ইডি র জেরায় মুখ খুলেছেন পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়। কান্নায় ভেঙে গিয়েছেন সুন্দরী অর্পিতা। তার কথা, ‘পার্থ চট্টোপাধ্যায়ের কর্মীরা ফ্ল্যাটে টাকা রেখে যেত। টাকা রাখছে জানতাম, কত টাকা রাখা হচ্ছে জানতাম না।’

আরও পড়ুন -  Vivo: নতুন স্মার্টফোন ভিভো ওয়াই২১

গোটা বাংলা স্তব্ধ। এত পরিমাণ টাকা যে অর্পিতার বাথরুম পর্যন্ত বাদ যায়নি। বাথরুমের দেওয়ালে ক্যাবিনেট করে রাখা ছিল টাকা ও সোনা।

 ওটি ছিল ক্যাবিনেট কাঠের তৈরি। উদ্ধার হয় ঠাকুরের সোনার মূর্তি, এফডি সার্টিফিকেট, সোনার বার, গয়না এবং হিরে।

আরও পড়ুন -  Bollywood Movies: এখন বলিউডের এই সিনেমাগুলি ঘাম ঝরাচ্ছে, প্রাইভেসি মেনে দেখবেন