Arpita Mukherjee: দুটি সেক্সটয় ( SexToys ) উদ্ধার, অর্পিতার ফ্ল্যাট থেকে

Published By: Khabar India Online | Published On:

অভিনয় জীবনে অর্পিতা মুখোপাধ্যায় (Arpita Mukherjee) এত খ্যাতি পাননি, শুক্রবার রাত থেকে পেয়ে চলেছেন।

অর্পিতা স্বপ্নেও ভাবতে পারেননি হঠাৎই ইডি হানা দেবে তাঁর ডায়মন্ড সিটির বিলাসবহুল অ্যাপার্টমেন্টে।

আরও পড়ুন -  কেঁদে ফেললেন পার্থ, শুনানি চলাকালীন, জামিনের আর্জি জানালেন

উনত্রিশ কোটির বেশি টাকা উদ্ধার করার পর তিনটি টাকা গোনার মেশিন দিয়ে রাতভর টাকা গুনতে হয়েছে ইডির তদন্তকারী আধিকারিকদের।

উদ্ধার বিপুল পরিমাণ সোনা ও বৈদেশিক মুদ্রা। ফিল্মের কাহিনীকে হার মানিয়ে দিলেন। পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)র সাথে ইডির দফতরে এক ছাদের তলায় বর্তমানে বাস করছেন।

আরও পড়ুন -  Arpita Mukherjee: পার্থর থেকে মুখ ফেরালেন অর্পিতা জেলে বসে, অভিমান না রাগ

 আপাতদৃষ্টিতে মার্জিত ও শিক্ষিত বিপত্নীক পার্থর সাথে কি সম্পর্ক ছিল অর্পিতার! জানা গিয়েছে বারুইপুরের বাগানবাড়িতে একসাথে সময় কাটাতেন তাঁরা। একাধিক স্থানে একসাথে দেখা যেত পার্থ-অর্পিতাকে। এবার অর্পিতার অ্যাপার্টমেন্ট থেকে উদ্ধার হওয়া একজোড়া সেক্স টয় বাড়িয়ে দিয়েছে এই জুটির রসায়নের জল্পনা।

আরও পড়ুন -  দুষ্কৃতী মূলক কাজের আগেই আগ্নেয়াস্ত্র ও গুলিসহ এক দুষ্কৃতীকে পাকড়াও