Disha Patani: দিশা পাটানি জানালেন, প্রথম ক্রাশ কে ছিলেন?

Published By: Khabar India Online | Published On:

বলিউড অভিনেত্রী দিশা পাটানির সঙ্গে টাইগার শ্রফের বিশেষ বন্ধুত্বের কথা কারো অজানা নয়। জানেন  দিশার ক্রাশ কে?

স্কুলজীবন থেকেই অভিনেতা রণবীর কাপুরের ভক্ত দিশা। রণবীরের জন্য দুর্ঘটনার কবলে পড়তে পড়তে অল্পের জন্য বেঁচে যান অভিনেত্রী।

তেলুগু ছবি ‘লোফার’-এর সঙ্গে অভিনয় কেরিয়ার শুরু দিশার। যদিও দিশার বিগ ব্রেক ছিল ‘এম এস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’। ছবিতে ধোনির প্রেমিকা প্রিয়াঙ্কার চরিত্রে অভিনয় করেছিলেন। তারপর সালমান খানসহ অনেক তারকাদের সঙ্গে কাজ করেছেন।

আরও পড়ুন -  মার্কিন কর্মকর্তার পদত্যাগ, ইসরায়েলকে অস্ত্র দেয়ায়

পিঙ্কভিলা দিশা জানান, ‘আমি স্কুলের দিন থেকে রণবীরের দুর্দান্ত ভক্ত। আমি তো কতবার দুর্ঘটনার মুখে পড়তে পড়তে বেঁচেছি। রণবীরের পোস্টারের দিকে তাকিয়ে থাকতে থাকতে স্কুটি চালতাম আমি। আর সেটা করতে গিয়েই কতবার দুর্ঘটনারগ্রস্ত হতে হতে বেঁচেছি’।

আরও পড়ুন -  ব্যবসায়ী নেতা উজ্জ্বল সাহার বিস্ফোরক মন্তব্য ঘিরে তোলপাড় জেলার ব্যবসায়ী মহলে

দিশার এই গোপন ভালোবাসার কথা রণবীর জানেন? মাথা নেড়ে অভিনেত্রী বলেন, ‘এখনো বলা হয়ে ওঠেনি।  খুব শিগগির আমি জানাবো’।

আগামীতে ‘এক ভিলেন রিটার্নস’-এ দেখা যাবে দিশাকে। ছবির প্রচারে বেজায় ব্যস্ত নায়িকা। এই ছবিতে দিশা ছাড়াও দেখা মিলবে অর্জুন কাপুর, জন আব্রাহাম এবং তারা সুতারিয়ার। মোহিত সুরি পরিচালিত এই ছবি মুক্তি পেতে চলেছে ২৯ জুলাই।

আরও পড়ুন -  ‘মুসলিম না হয়ে হিন্দু হলে রাজি ছিলাম’, যুবতীর মন্তব্যে যোগ্য জবাব দিলেন রাজচন্দ্র