Palak Tiwari: ঘুম কাড়লেন পলক তিওয়ারি, বলিউডে আসার আগেই

Published By: Khabar India Online | Published On:

 পলক তিওয়ারি (Palak Tiwari) ক্রমশ স্টাইল আইকন হয়ে উঠছেন।

 

View this post on Instagram

 

A post shared by Palak Tiwari (@palaktiwarii)

প্রায়ই বিভিন্ন ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন পলক। তাঁর ইচ্ছা অভিনেত্রী হতে। সম্প্রতি তাঁর বেশ কয়েকটি ছবি নেটদুনিয়ায় সাড়া ফেলেছে।

 কয়েকটি ছবিতে পলকের পরনে রয়েছে কালো রঙের জাম্পসুট।

 

View this post on Instagram

 

A post shared by Palak Tiwari (@palaktiwarii)

জাম্পসুটটি সাইড কাট। পোশাকের সাথে হালকা মেকআপ করেছেন পলক। কানে পরেছেন ছোট ইয়ারিং। চুলে বেঁধেছেন মেসি বান। তাঁর সাজ সম্পূর্ণ করেছে পায়ের একজোড়া কালো ব্যালেরিনা। অন্য কয়েকটি ছবিতে পলকের পরনে রয়েছে সিলভার রঙের সিকুইনড হাই থাই স্লিটেড গাউন। গাউনটি অফ শোল্ডার। অফ শোল্ডার গাউনের মাধ্যমে দৃশ্যমান হয়েছে পলকের ক্লিভেজ। পোশাকের সাথে সিলভার রঙের ব্যালেরিনা পরেছেন পলক।

 

View this post on Instagram

 

A post shared by Palak Tiwari (@palaktiwarii)

 পলকের লম্বা চুল ওয়েভি সেটিং করে খোলা রয়েছে। লেটেস্ট ট্রেন্ড মেনে হালকা মেকআপ করলেও ঠোঁটে রয়েছে গ্লসি লিপস্টিক। হাতের আঙুলে পলক পরেছেন রূপোলি রঙের ফিঙ্গার রিং। তার সাথেই একটি নীল রঙের ব্যাগ ক্যারি করেছেন পলক। কখনও বসে, কখনও দাঁড়িয়ে ছবিগুলি তুলেছেন।

আরও পড়ুন -  New Year 2022: ইংরেজি নববর্ষ-২০২২ সালকে বরণ

খুব শীঘ্রই ‘রোজি : দ্য স্যাফ্রন চ্যাপ্টার’ ফিল্মের মাধ্যমে বলিউডে ডেবিউ করতে চলেছেন পলক। মূল চরিত্রে অভিনয় করছেন বিবেক ওবেরয় (Vivek Oberoi)।