Ananya Panday: অনন্যা পান্ডে, স্তন এর জন্য কটাক্ষের শিকার, ‘ক্লিভেজ কই?’

Published By: Khabar India Online | Published On:

অনন্যা পান্ডে (Ananya Pandey)। বহু বার স্তন নিয়ে কটাক্ষের সম্মুখীন হতে হয়েছে। পুরুষের পৌরুষত্বের মাপ না থাকলেও সমাজ মেয়েদের ভাইটাল স্ট্যাটিস্টিক্স বেঁধে দিয়েছে। 36-24-36, এখনও অবধি গেঁথে রয়েছে।

সম্প্রতি অনন্যার একটি ভিডিও ও কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেগুলি ভাইরাল হতেই অনন্যার স্তন নিয়ে শুরু হয় কটাক্ষ। এদিন করণ জোহর (Karan Johar)প্রযোজিত ফিল্ম ‘লাইগার’-এর ট্রেলার লঞ্চে উপস্থিত হয়েছিলেন অনন্যা ও বিজয় দেবেরাকোন্ডা (Vijay Deverakonda)। অনন্যার পরনে ছিল একটি কালো রঙের রিভিলিং ড্রেস। ড্রেসটি হল্টারনেক ও হাই থাই স্লিটেড। কালো রঙের ড্রেসের বুকের নিচের অংশ উন্মুক্ত ছিল।

আরও পড়ুন -  বেসরকারি ট্রেন পরিষেবার জন্য যোগ্যতা ও প্রস্তাব সম্পর্কিত দ্বিতীয় প্রাক-বাস্তবায়ন সম্মেলন; ট্রেনগুলি সরকারি-বেসরকারি অংশীদারিত্বের ভিত্তিতে চলবে

 ভিডিও ভাইরাল হওয়ার পরেই অনন্যাকে নিয়ে নেটিজেনদের একাংশ শুরু করেন সমালোচনা। অনেকে বলতে থাকেন, অনন্যার স্তন কোথায়?  অশ্লীল কটাক্ষ করেন অনেকে। হায়দরাবাদে ট্রেলার লঞ্চের সময় অনন্যার পোশাক ফ্যাশন সমালোচকদের কাছে প্রশংসিত হয়েছে।

আরও পড়ুন -  Jio-র এই অফার মন জিতেছে, ৯০ দিনের জন্য পেয়ে যান ব্যাপক সুবিধা

অনন্যার পোশাকটি তৈরি করেছেন সেলিব্রিটি স্টাইলিস্ট মেগান কনসেসিও (Meagan Concessio)। পোশাকের সাথে অনন্যার মেকআপ ছিল মিনিমাল। তিনি অত্যন্ত হালকা গয়না পরেছিলেন। হাতের আঙুলে ছিল স্বরভস্কি আংটি এবং কানে স্টোন স্টাড। পায়ে ছিল কালো রঙের পয়েন্টেড হিল। এই পোশাকের সাথে চুল ওয়েভি সেটিং করে খোলা রেখেছিলেন।

আরও পড়ুন -  Sheikh Hasina: বাংলাদেশ টিকা তৈরি করতে প্রস্তুত বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা