Aishwarya Rai Bachchan: ঐশ্বরিয়া মা হচ্ছেন আবার ?

Published By: Khabar India Online | Published On:

সম্প্রতি স্বামী অভিষেক বচ্চন ও মেয়ে আরাধ্যার সঙ্গে মুম্বাই বিমানবন্দরে দেখা গিয়েছে বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রায় বচ্চনকে। ঢিলেঢালা পোশাকে যেন কিছু আড়াল করার চেষ্টা। এমন একটি ছবি এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরছে। এমন ছবি নিয়ে বলিউডে চর্চা এখন তুঙ্গে।

আরও পড়ুন -  ফিরে এলেন সুশান্ত সিং রাজপুত ? স্যোশাল মিডিয়ায় তার নতুন পোস্ট ঘিরে চাঞ্চল্য

বচ্চন পরিবারের বৌ আবার মা হতে চলেছেন, এই খবরে বলিউডে ঝড় বইবে না, তা তো হতে পারে না। এমনিতেই নায়িকাদের মা হওয়ার খবরে বলিউড উত্তাল। সেই জোয়ারে কি গা ভাসালেন রাই সুন্দরীও? ‘বি-টাউন’-এর নতুন কৌতূহল।

আরও পড়ুন -  Malaika Arora: কেমন ছেলে পছন্দ অভিনেত্রী মালাইকার ?

 আগেই আলিয়ার মা হওয়ার খবরে উৎসবে মাতে বলিউড, তারপরই কারিনা কাপুরের তৃতীয়বার মা হওয়ার খবর রটে। যদিও ‘নবাব-ঘরনি’ জানিয়েছেন, পুরোটাই রটনা। তার মধ্যেই ঐশ্বরিয়ার আবার মা হওয়ার খবরে নতুন মশলা বলিউডের হাতে।

আরও পড়ুন -  "আপনি কি জানেন? কই ভোলা মাছের এই সহজ রেসিপি দিয়ে কতটা স্বাদ পাবেন!"

২০০৭ এ বিয়ে হয় অভিষেক-ঐশ্বরিয়ার। ২০১১-তে জন্ম হয় আরাধ্যার।