Kajol-Madhuri: কাজল না বলতেই, মাধুরী দীক্ষিত লুফে নিলেন

Published By: Khabar India Online | Published On:

জনপ্রিয় ডান্স শো ‘ঝলক দিখলা যা’। এই শোয়ে অংশগ্রহণ করেছিলেন সুশান্ত সিং রাজপুত (Sushant Singh Rajput), অঙ্কিতা লোখান্ডে (Ankita Lokhande), ভারতী সিং (Bharti Singh)এর মতো একাধিক সেলিব্রিটি।  শোনা যাচ্ছিল, চলতি বছর এই শোয়ের বিচারকের আসনে দেখা যেতে পারে কাজল (Kajol)কে।

আরও পড়ুন -  Cyclone Update IMD: সাগরে তৈরি হবে ঘূর্ণাবর্ত আগামীকাল, বাংলায় প্রভাব পড়বে কতটা?

 বহু বলিউড তারকাই রিয়েলিটি শোয়ের বিচারকের আসন গ্রহণ করেছেন। কাজল বরাবর মুডি। তিনি আদৌ বিচারক হতে চাইবেন কিনা, তা নিয়ে ছিল সন্দেহ। তবে সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে প্রায় কয়েক যুগ পরে আবারও ‘ঝলক দিখলা যা’-য় বিচারকের ভূমিকায় আসতে চলেছেন মাধুরী দীক্ষিত (Madhuri Dixit)।

আরও পড়ুন -  VIRAL: উষ্ণ রোম্যান্সে মত্ত অভিনেত্রী মোনালিসা, পবন সিংয়ের সঙ্গে, পাগল হয়ে উঠবেন ভিডিও দেখলে

2017 সালে শেষবার মাধুরীকে দেখা গিয়েছিল ‘ঝলক দিখলা যা’-র বিচারকের আসনে। একটানা কালার্সের অপর একটি রিয়েলিটি শো ‘ডান্স দিওয়ানে’-এর বিচারকের আসনে থাকার পর 2022 সালে আবারও ‘ঝলক দিখলা যা’-র দশম সিজনে বিচারকের আসনে দেখা যাবে মাধুরীকে। মাধুরীরও অন্যতম পছন্দের এই শো।
প্রকৃতপক্ষে, ‘ডান্স দিওয়ানে’-তে চুক্তিবদ্ধ হওয়ার কারণে ‘ঝলক দিখলা যা’-য় ফিরতে পারছিলেন না মাধুরী।

আরও পড়ুন -  Riya Chakraborty: রিয়া চক্রবর্তী স্বাভাবিক জীবনের খোঁজে