Tapsi Pannu: তাপসীর আক্ষেপ, সেরা তিনে না থাকায়

Published By: Khabar India Online | Published On:

বলিউড ও দক্ষিণ সিনেমার জনপ্রিয় অভিনেত্রী তাপসী পান্নু। পিংক, বেবি, মুল্ক, মিশন মঙ্গল এবং আদুকালামের মতো সিনেমাগুলোতে অভিনয় করে ব্যাপক প্রশংসা পেয়েছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে ভারতের দর্শকপ্রিয় নায়িকাদের শীর্ষ তালিকায় না থাকা নিয়ে আক্ষেপ প্রকাশ করেছেন তাপসী।

আরও পড়ুন -  Mikhail Gorbachev: সোভিয়েত ইউনিয়নের শেষ প্রেসিডেন্ট গর্বাচভ চলে গেলেন

এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমার অভিনীত সিনেমার সাফল্য এখন আমার নামের ওপর নির্ভর করে। বিষয়টি বোঝেন বলেই নির্মাতারা আমাকে অনেক বেশি পারিশ্রমিক দিতে রাজি হন। কিন্তু সফল অভিনেত্রী হয়েও দর্শকরা প্রথম সারির তিন নায়িকার মধ্যে আমার নাম নেই।

আরও পড়ুন -  তাপসী পান্নু কেন কঙ্গনাকে ধন্যবাদ দিলেন ?

আক্ষেপ প্রকাশ করে তাপসী বলেন, এত ভাল কাজ করার পরও দর্শকপ্রিয় তিন নায়িকার একজন হয়ে উঠতে না পারার বিষয়টি আমাকে আমাকে কষ্ট দেয়।

শুক্রবার (১৫ জুলাই) মুক্তি পেতে চলেছে সৃজিত মুখোপাধ্যায়ের সিনেমা ‘শাবাশ মিথু’। ভারতের জাতীয় নারী ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মিতালি রাজের জীবনী নিয়ে নির্মিত এই সিনেমায় নামভূমিকায় অভিনয় করেছেন।

আরও পড়ুন -  Spain Village Sold: একটি স্প্যানিশ গ্রাম বিক্রি হচ্ছে, মাত্র ২ কোটি টাকায়

‘শাবাশ মিথু’র ট্রেইলারেই দর্শকদের অবাক করেছেন তাপসী। তাঁর অভিনয় পর্দা-বাস্তবের সীমারেখা মুছে দিয়েছে বলে দাবি দর্শকদের।