VIRAL: তোলপাড় সৃষ্টি করল ফাঁকা মাঠে, কাজল রাঘওয়ানির সাথে রোমান্স করছেন নিরাহুয়া, ভিডিও দেখুন

Published By: Khabar India Online | Published On:

  এবার চর্চার কেন্দ্রবিন্দুতে আসছে ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রি। আগের তুলনায় অনেক উন্নতি হয়েছে ভোজপুরি ছবির। মাঝে মাঝে সুপারহিট হয়ে যায় সোশ্যাল মিডিয়ার দুনিয়াতে।

 এখনকার দিনে বিনোদনের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়া। ফেসবুক, ইনস্টাগ্রাম ও ইউটিউব।

ভোজপুরি ইন্ডাস্ট্রির ক্ষেত্রে ইউটিউব একটি বড় ভূমিকা পালন করে। বেশিরভাগ ভোজপুরি মিউজিক ভিডিও বা সিনেমা এই ইউটিউব দুনিয়াতে ভাইরাল হয়। এক একটি ভিডিওতে ভিউ এবং লাইকের সংখ্যা দেখলে চক্ষু চড়কগাছ হতে বাধ্য।

আরও পড়ুন -  অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের ভিডিও সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন প্রধানমন্ত্রী

ভোজপুরি সুপারস্টার দীনেশ লাল যাদব বা নিরাহুয়া ব্যাপক জনপ্রিয়। কোটি কোটি মানুষ তার অনুরাগী। সম্প্রতি জনপ্রিয় ভোজপুরি অভিনেত্রী কাজল রাঘওয়ানির সাথে একটি মিউজিক ভিডিওতে কাজ করে সোশ্যাল মিডিয়াতে চর্চার কেন্দ্রবিন্দুতে রয়েছেন নিরাহুয়া। দুইজনের এই গান তোলপাড় করেছে ইউপি বিহার সহ গোটা দেশ। গানটি ‘পাটনা সে পাকিস্তান’ ছবির। এই ভাইরাল ভোজপুরী গানে খোলা মাঠের মাঝে দুর্দান্ত রোমান্স করেছেন নিরাহুয়া এবং কাজল রাখবানি জুটি।

আরও পড়ুন -  নিরাহুয়ার জেগে উঠল রোমান্স, অক্ষরাকে শাড়িতে দেখে, ভিডিও গোপন প্রেমের

আপনি শুনলে অবাক হবেন এই ভোজপুরি মিউজিক ভিডিও এখন ইন্টারনেট দুনিয়ার আনাচে-কানাচে ছড়িয়ে গেছে। গানটি এখনও পর্যন্ত ২৯ মিলিয়নেরও বেশি ভিউ পেয়েছে। একই গানে লাইক পড়েছে ৭৮ হাজারের বেশি। এছাড়াও প্রচুর মানুষ কমেন্ট করে তারকাদের মিষ্টি প্রেমের প্রশংসা করেছেন।

আরও পড়ুন -  Bhojpuri: আম্রপালির সঙ্গে নতুন স্টাইলে রোমান্সে মাতামাতি করেছেন নিরহুয়া, নেট ভক্তরা তাকিয়ে রয়েছে হা করে