Yuvaan: রাজ-শুভশ্রী’র পুত্র ইউভান, ডেনিম-শার্টে হিরোদের টেক্কা !

Published By: Khabar India Online | Published On:

 মা-বাবা ঠিক করে দেন চুলের ছাঁট কি ধরনের হবে! ইউভান (Yuvan)এর ক্ষেত্রেও তার ব্যতিক্রম হল না।

রবিবার সকাল হতেই শুভশ্রী (Subhasree Ganguly) শেয়ার করলেন ইউভানের কয়েকটি ছবি। ছবিগুলিতে ইউভান ধরা দিয়েছে নতুন হেয়ারস্টাইলে।

 শুভশ্রীর শেয়ার করা ছবিতে ইউভানের পরনে রয়েছে হালকা নীল রঙের ডেনিম ও নীল-সাদা চেক শার্ট।  ছবিতে দেখা যাচ্ছে, হিরোদের মতো হেয়ারস্টাইল করে আরবানার জানলার ধারে গম্ভীর মুখে বসে রয়েছে ইউভান। আরেকটি ছবিতে দেখা যাচ্ছে, সোফার উপর হাতে ভর দিয়ে নায়কোচিত ভঙ্গীতে পোজ দিচ্ছে ইউভান। তার মুখে হাসির ছোঁয়া। ছবিগুলি শেয়ার করে শুভশ্রী হ্যাশট‍্যাগ দিয়ে ইউভানের নাম লিখে কমেন্ট করেছেন ‘স্টাড’।

আরও পড়ুন -  Post Office Schemes: পোস্ট অফিসের টাইম ডিপোজিট স্কিম: ৩ বছরে ৩ লাখ টাকা বিনিয়োগে আকর্ষণীয় রিটার্ন!

দেবলীনা কুমার (Devlina Kumar) লিখেছেন, ইউভান খুব হ্যান্ডসাম। তার সাথে তিনি জুড়ে দিয়েছেন একটি হার্ট ইমোজি। আকৃতি কক্কর (Akriti Kakkar) একটি হার্ট ইমোজি দিয়ে লিখেছেন, ইউভান অনেক বড় হয়ে গেছে। নেটিজেনদের একাংশও ইউভানকে জানিয়েছেন অনেক ভালোবাসা। একটি সাম্প্রতিক ভিডিওতে রাজ ইউভানকে জিজ্ঞাসা করেছিলেন, তার নাম কি! ইউভান উত্তর দিয়েছে, তার নাম গুড্ডু।

আরও পড়ুন -  প্রয়াত প্রাক্তন রেল মন্ত্রী এ বি এ গনি খান চৌধুরীর মাজারে ফুল দিলেন সংযুক্ত মোর্চার প্রার্থীরা