ডালহৌসি ক্লাবের জার্সি উদ্বোধন

Published By: Khabar India Online | Published On:

শিখা দেব,কলকাতাঃ   ডালহৌসি ক্লাবের জার্সি উদ্বোধন।

ডালহৌসি ক্লাবের আলাদা একটা পরিচয় আছে। সেই ভাবনায় নতুন ভাবে ক্লাবকে গড়ে তুলতে চায়। বর্তমানে কলকাতা ময়দানে প্রথম ডিভিশন খেলছে। প্রিমিয়াম ডিভিশন থেকে নেমে যায় গত বছর। এবারে তারা আবার প্রিমিয়াম ডিভিশনে খেলতে চায়। ক্লাব সচিব লাল্টু দাস এমন ভাবনার কথা বললেন।

আরও পড়ুন -  Web Series: লজ্জার সব সীমা অতিক্রম করলেন এই অভিনেত্রী, এই সব ভিডিও দেখলে রাতে চোখ বন্ধ হবে না

শনিবার ক্লাবের অস্থায়ী মঞ্চে জার্সি উদ্বোধন হয়। উপস্থিত ছিলেন ফুটবলার সুব্রত ভট্টাচার্য,অরিন্দম ভট্টাচার্য, হীরা মণ্ডল,কিয়ান নাসিরি এবং আই এফ এ সচিব অনির্বাণ দত্ত ও চেয়ারম্যান সুব্রত দত্ত। ছিলেন মোহনবাগান সচিব দেবাশিস দত্ত ও শুভঙ্কর সেন। ক্লাবের পক্ষ থেকে জানানো হয় খুব তাড়াতাড়ি শুরু হবে ফুটসল প্রতিযোগিতা।

আরও পড়ুন -  "সহজ এবং স্বাস্থ্যকর কুমড়ো ফুলের রেসিপি"

সৌজন্যে।