Koneenica Banerjee: ‘সহচরী’র কনীনিকা, স্নানপোশাকে, মেয়েকে নিয়ে সি-বিচে, নেটিজেনরা কি বললেন ?

Published By: Khabar India Online | Published On:

কনীনিকা বন্দ্যোপাধ্যায়,একজন আদর্শ ‘শাশুড়ি বৌ ও বন্ধু’। যার পরনে থাকে হ্যান্ডলুম শাড়ি, ডিজাইনার পিঠ গলা বন্ধ ব্লাউজ, চুলে খোঁপা, মোটা সিঁদুর আর বড় টিপ। রোজ রাতে বরফিকে সঙ্গে নিয়ে গল্প বলতে আসে। তাকে ঘিরে তৈরি হয়েছে নতুন সমালোচনা। দর্শকদের চোখে ‘আয় তবে সহচরী’র সই ওরফে কনীনিকা একজন আদর্শ মহিলা, যাকে দেখে অনুপ্রাণিত হওয়া যায়, সেই মানুষটি হঠাৎ করে যদি সুইম সুটে হাজির হন তাহলে…

আরও পড়ুন -  Electric Scooter: টাটা মোটরস ইলেকট্রিক স্কুটারের দুনিয়ায় পা রাখতে চলেছে, চলবে ২৫০ কিমি একচার্জে, সম্পূর্ণ তথ্য পড়ুন

একজন মহিলা স্নানের সময় সুইম সুট পরবেন এটাই স্বাভাবিক। এই ড্রেস এক্কেবারে পছন্দ হয়নি তার অনুরাগীদের বা তার দর্শকদের। যারা নিয়মিত কনীনিকা বন্দ্যোপাধ্যায়ের ধারাবাহিক দেখেন বা যারা মুখার্জী দার বউ, অন্দরমহল, হামি দেখেছেন তাদের কাছে অভিনেত্রীর সুইম সুটের বোল্ড লুক এক্কেবারে নিতে পারছে না।

আরও পড়ুন -  Durga Puja-2023: দশমীতে অরন্ধন, উমাকে কচু শাক ও পান্তা ভাত খাইয়ে কৈলাসে পাঠানো হয়

নিজের গার্লস গ্যাং এর সঙ্গে গোপালপুর বিচে সময় কাটাতে যান অভিনেত্রী কনীনিকা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে তার মেয়ে ও স্বামীও উপস্থিত থাকে। ফাদার্স ডে সেলিব্রেট করেন কেক কেটে। পরের দিন বান্ধবীদের সঙ্গে সমুদ্রের আনন্দ নেন মন ভরে। সেই ছবি নিজেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন।

আরও পড়ুন -  Koneenica Banerjee: কনীনিকার মিষ্টি ফোটোশুট কিয়ার সঙ্গে