Solanki Roy: ব্লাউজ ছাড়াই ‘গাঁটছড়া’-র খড়ি, প্রশংসা না সমালোচনা শুনলেন

Published By: Khabar India Online | Published On:

  পছন্দ নয় তাদের প্রিয় অভিনেত্রীর এমন রূপ। যাকে শুধু মাত্র শাড়ি কিংবা সালোয়ার কামিজে দেখতে অভ্যস্থ সেই মানুষটি কিভাবে এতটা বোল্ড হয়ে গেল! সকলে অবাক।

আরও পড়ুন -  Winter Update: পারদের পতন কালীপুজোর আগেই, শীতে কাঁপবে একাধিক জেলাগুলি

অভিনেত্রী শোলাঙ্কি (Solanki Roy) বর্তমানে অভিনয় করছেন গাঁটছড়া ধারাবাহিকে। অভিনেতা গৌরব চ্যাটার্জির বিপরীতে তিনি রয়েছেন। পর্দায় ঋদ্ধি-খড়ির রোম্যান্স জমজমাট, এই জন্য টিআরপি লিস্টে এক বা দুইয়ে জায়গা করে নেয় এই জুটি। বাংলার দর্শক এখন ক্ষেপে গেছেন। প্রিয় অভিনেত্রীর পোশাক তাদের এক্কেবারে পছন্দ হয়নি।

আরও পড়ুন -  Google: টাকা লাগবে সার্চ দিতেও, গুগলে

প্রসঙ্গত, পর্দায় শাড়ি কিংবা সালোয়ারে সাজলেও বাস্তবে খড়ি ওরফে শোলাঙ্কি খুবই স্টাইলিশ। বিয়ের পর দীর্ঘদিন বিদেশেই ছিলেন। ফিরে এসে সিনেমা ধারাবাহিকে জাকিয়ে বসেছেন। এরই মধ্যে বিদ্রুপের মুখোমুখি হতে হল অভিনেত্রীকে।

আরও পড়ুন -  Vikram-Solanki: বিক্রম বলছেন, শোলাঙ্কি খুব দুষ্টু হয়েছে