Malaika Arora: সুইমিংপুলে-র জলকে তোলপাড় করলেন মালাইকা, বার্ধক্যকে বুড়ো আঙুল !

Published By: Khabar India Online | Published On:

 বয়স যত বাড়ছে রূপ লাবণ্য যেন বেড়েই চলেছে দিনে দিনে। অতিরিক্ত মেদ নেই শরীরে। নেই কোনো বর্ধ্যকের বলিরেখা। স্টাইলিশ লুকে সবসময় বাজিমাৎ করেন অভিনেত্রী তথা মডেল মালাইকা ( Malaika Arora)। 

আরও পড়ুন -  Dance Bangla Dance: শাহরুখের ‘ছাইয়া ছাইয়া’ দুর্দান্ত নাচলেন ‘রানিমা’ দিতিপ্রিয়া ! মুগ্ধ নেটিজেনরা

সোশ্যাল মিডিয়ায় মালাইকা যথেষ্ট সক্রিয়। মাঝে মধ্যেই নিজের শরীর চর্চার ছবি ও ভিডিও পোস্ট করেন।শুধু শরীর চর্চার নয়, নিজের বোল্ড লুকের স্টাইলিশ ছবিও পোস্ট করেন তিনি। সিনেমায় অভিনয় না করলেও মালাইকার ক্রেজ কিছু কম নয়। বলিউডের বহু অভিনেত্রীকে টেক্কা দিতে পারেন তিনি।

আরও পড়ুন -  Malaika-Arhaan: ভাইরাল বড়দিনে মালাইকা-আরহানের নতুন ভিডিয়ো, মায়ের পাশে দাঁড়াতে লজ্জা পায় ছেলে

গুঞ্জন, খুব শীঘ্রই বিয়ে করতে চলেছেন মালাইকা অর্জুন কাপুরের সঙ্গে। খবরটা কতটা সত্যি জানা সম্ভব না।  হাঁটুর বয়সী অভিনেতার সঙ্গে চুটিয়ে প্রেম করছেন তিনি।