Dev-Sweta: দেবের বিপরীতে এবার ‘যমুনা ঢাকি’ ওরফে শ্বেতা

Published By: Khabar India Online | Published On:

 কলাকুশলীর ইচ্ছা এটাই থাকে যে তারা ছোট পর্দার পাশাপাশি বড় পর্দাতেও কাজ করবেন। এবারে, সেই ইচ্ছা পূরণ হতে চলেছে বাংলা ধারাবাহিক জগতের অন্যতম সুন্দরী ও জনপ্রিয় মুখ যমুনা ওরফে শ্বেতা ভট্টাচার্য।

আরও পড়ুন -  সুন্দরী যুবতীর জোরদার নাচ ‘কিসি ডিস্কো মে যায়ে’ গানে, রবিনা ট্যান্ডন হেরে গেলেন

শ্বেতার ভাগ্য এদিক থেকে খুবই ভালো বলা যায়। প্রায় সাত টির মতন ধারাবাহিকের লিড চরিত্রে ছিলেন তিনি। মাঝে বড় পর্দা থেকেও ডাক আসে।কিন্তু, ছোট পোশাক পরবেন না এবং ঘনিষ্ট দৃশ্যে অভিনয় করবেন না। তাই বহু সুযোগ হাতছাড়া করেছেন। এছাড়াও ধারাবাহিকের সঙ্গে চুক্তি বদ্ধ তিনি। তাই ছোটপর্দায় এতদিন জমিয়ে কাজ করেছেন। এবার বড় পর্দায় কাজের সুযোগ পেয়েছেন।

আরও পড়ুন -  বিজেপি ও তৃণমূলের প্রার্থীরা প্রচারে

 দেবের বিপরীতে অভিনয় করবেন শ্বেতা। দেবের নায়িকা হতে চলেছেন ‘যমুনা ঢাকি’ ধারাবাহিকের যমুনা। অভিনেত্রীর কাছে ইতিমধ্যে আট নম্বর ধারাবাহিকের সুযোগ ছিল, কিন্তু তিনি এবার বড় পর্দায় নামছেন। তাই ছোট পর্দার কাজ আপাতত বন্ধ রাখছেন। ছবির নাম প্রজাপতি।

আরও পড়ুন -  জব্দ হবে চীন - পাকিস্তান, ভারত আনছে পৃথিবীর সব থেকে শক্তিশালী বিধ্বংসী ক্ষেপণাস্ত্র