Bhojpuri Song: আম্রপালি, নীরাহুয়ার কোলে কি করছেন ? ক্লিক করলে লজ্জায় পড়বেন

Published By: Khabar India Online | Published On:

ভোজপুরী ( Bhojpuri) ভাষা সকলে বোঝেন না, এর মিউজিক ভিডিও বেশ জনপ্রিয়, বিশেষত সোশ্যাল মিডিয়ায়। যারা এই ভাষা বোঝেন তারা সিনেমা উপভোগ করেন। এখনও পর্যন্ত বহু ভোজপুরী মিউজিক ভিডিও জনপ্রিয়তার চরম সীমায় পৌঁছেছে। ইয়ং জেনারেশন থেকে মাঝ বয়সী বহু মানুষ এই ধরনের কামোদ্দীপক ভিডিওতে বেশি দেখেন। অসংখ্যবার ক্লিক করছেন মানুষ এই বোল্ড ভিডিওগুলোতে।

আরও পড়ুন -  North Korea: প্রথম মৃত্যু উত্তর কোরিয়ায়, করোনায়

দীনেশ লাল যাদব ওরফে নীরাহুয়া ও আম্রপালি দুবের ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। শুধু ভিডিও না, ভিডিওর পাশাপাশি ছবিতেও চোখ রেখেছেন বহু মানুষ। নীরাহুয়া নিজের কোলে তুলে নিয়েছেন অভিনেত্রী আম্রপালিকে। এক্কেবারে জাপটে ধরে রেখেছেন অভিনেত্রীকে। এই ছবি দেখলেই আপনার মন চনমন করে উঠবে।

আরও পড়ুন -  দ্বিবার্ষিক নির্বাচন সম্পর্কিত স্পষ্টীকরণ

ভোজপুরী ফিল্ম ইন্ডাস্ট্রিতে বোল্ড ভিডিও বেশি ভাইরাল হয়। মানুষ অন্তরঙ্গ দৃশ্য দেখতে বেশি পছন্দ করছে। সোশ্যাল মিডিয়ার দৌলতে ব্যাপক জনপ্রিয়।