Nushrat Bharucha: নুসরত ঘাবড়ে গেলেন, ‘কন্ডোম’ শব্দটি শুনেই !

Published By: Khabar India Online | Published On:

সেক্স এডুকেশন নিয়ে আলোচনা হয়, বা ‘কন্ডোম’ (Condom) নিয়ে আলোচনা হয় তখন কেমন অনুভূতি ছিল আপনার? ভয় লজ্জা নিশ্চয় ঘিরে ধরেছিল। বুঝতে পারছিলেন না কি বলবেন। আজকাল অনেক স্কুলে সেক্স এডুকেশন নিয়ে পড়াশোনা হচ্ছে নিরাপত্তার জন্য। কিছু ফ্যামিলি আছে যারা বাড়ি থেকেই ছেলে মেয়েদের তৈরি করেন। আমাদের কি উচিত নয় ঘর থেকেই সন্তানদের এই ধরনের শিক্ষা দেওয়া যাতে তারা পরবর্তীতে এই প্রসঙ্গগুলি সুন্দরভাবে নিতে পারে বা জানতে পারে।

আরও পড়ুন -  আট লক্ষ টাকার ব্রাউন সুগার পাচারের পথে গ্রেফতার এক নার্সিং ট্রেনীং ইন্সটিটিউটের এক ছাত্রী

সম্প্রতি, কন্ডোম নিয়ে নিজের অভিজ্ঞতা ভাগ করে নিলেন অভিনেত্রী নুসরত। ভাবছেন কে এই নুসরত? ইনি জাহান নন। ইনি হলেন Nushrratt Bharuccha। এই অভিনেত্রীকে আমরা দেখেছি – ‘লভ সেক্স অউর ধোঁকা’, ‘প্যায়ার কা পঞ্চনামা’, ‘সোনু কে টিটু কি সুইটি’ র মতন কিছু ছবিতে। ‘জনহিত মেঁ জারি’ ছবিতে অভিনয় করছেন নুসরত। তিনি একজন কন্ডোম বিক্রেতার ভূমিকায় থাকছেন।

আরও পড়ুন -  Nushrat Bharucha: নুসরত বিশ্বরেকর্ড তৈরি করলেন, কন্ডোম বিক্রি করে