Ranbir Kapoor: রণবীর কাপুর অন্য মহিলার সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্ত, আলিয়া জানে !

Published By: Khabar India Online | Published On:

কিছুদিন আগে বিয়ে করেছেন রণবীর কাপুর (Ranbir Kapoor) ও আলিয়া ভাট (Alia Bhatt)।রণবীর বিয়ের পরেই ব্যস্ত হয়ে পড়েছেন লভ রঞ্জন (Luv Ranjan) পরিচালিত আগামী ফিল্মের শুটিংয়ে। আলিয়া পাড়ি দিয়েছেন হলিউড তাঁর প্রথম ইংলিশ ফিল্মের শুটিংয়ের কাজে। এর মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে রণবীরের সাথে এক মহিলার ঘনিষ্ঠ ছবি।

আরও পড়ুন -  Alia Bhatt: নজর কাড়লেন আলিয়া মুক্তার গাউনে, যেন কোনো ‘রূপকথার পরি’!

রণবীরকে দেখা যাচ্ছে , ওই মহিলার কোমর জড়িয়ে ধরে তাঁকে আদর করতে মগ্ন রণবীর। ছবিগুলি দেখেই মনে হচ্ছে, তাঁরা দুজনেই অন্তরঙ্গ মুহূর্ত উপভোগ করছেন। আসলে এটি একটি অন্তর্বাস কোম্পানির বিজ্ঞাপন।

বিজ্ঞাপনটির শুটিং হয়েছিল 2017 সালে। সেই সময় রাজকুমার হিরানি (Rajkumar Hirani) নির্মিত ফিল্ম ‘সঞ্জু’-র শুটিং করছিলেন রণবীর। এটি ছিল সঞ্জয় দত্ত (Sanjay Dutt)-এর বায়োপিক। ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

আরও পড়ুন -  Rocky Aur Rani Ki Prem Kahani: ‘তুম কেয়া মিলে’ গানে রোমান্টিক আলিয়া ও রণবীর, বরফে ঢাকা চারিদিক