২০০ মিটার লম্বা তিরঙ্গা পতাকা

Published By: Khabar India Online | Published On:

টুঙ্কা সাহা, খবরইন্ডিয়াঅনলাইন, আসানসোলঃ ৭৪ তম স্বাধীনতা দিন উপলক্ষে বিজেপি পক্ষ থেকে ২০০ মিটার লম্বা তিরঙ্গা পতাকা। আসানসোল উত্তর বিধানসভা বিজেপি পক্ষ থেকে বিকেল ৪টে ৫০ মিনিট নাগাদ তিরেঙ্গা পতাকা নিয়ে বার হন। তিরেঙ্গা যাত্রাটি শুরু করা হয় তোবেশিবাবা মোর থেকে এবং শেষ করা হয় ধাতকা ছোট বাজার অঞ্চলে। প্রায় ২০০ মিটার লম্বা তিরঙ্গা নিয়ে এই যাত্রা করা হয়।