Tasnia Farin: আমার কিছুই যায় আসে না: তাসনিয়া ফারিণ

Published By: Khabar India Online | Published On:

‘আরও এক পৃথিবী’ সিনেমার শুটিংয়ে বর্তমানে লন্ডনে রয়েছেন অভিনেত্রী তাসনিয়া ফারিণ। শুটিং শেষ করে আগামী মাসে দেশে ফিরবেন তিনি।

 তার সাফল্যের ঝুলিতে যোগ হলো মেরিল প্রথম আলো পুরস্কার। ‘তিথীর অসুখ’ ওয়েবে অভিনয়ের জন্য সমালোচকের রায়ে দুই নন্দিত অভিনেত্রী রুমানা রশিদ ঈশিতা ও মেহজাবীন চৌধুরীকে পেছনে ফেলে সেরা অভিনেত্রীর পুরস্কার লাভ করেন তিনি।

প্রথমবারের মত এই সম্মান পাওয়ায় পর সংবাদমাধ্যম কে তাসনিয়া ফারিণ বলেন, ‘মেরিল প্রথম আলো ২০২১-এর চূড়ান্ত পর্যায়ে দুটি ক্যাটাগরিতে নমিনেশন পেয়েছিলাম। তারমধ্যে একটা ক্যাটাগরিতে (সমালোচক) পুরস্কার পেয়েছি। এটা আসলে চিন্তাও করিনি। যখন কোনকিছু নিয়ে চিন্তা না করা হয় বা প্রত্যাশা না রাখা হয়, তখন সেটা পেলে তার অনুভূতিটা অনেক বেশি সুখকর হয়। যদিও পুরস্কারটা নিজ হাতে নিতে পারিনি, খুব মন টানছে কখন বাড়িতে যাবো আর পুরস্কারটা হাতে নিয়ে দেখবো। অর্জনের খাতায় নতুন কিছু একটা যোগ হলো, সেদিক থেকে খুবই ভালো লাগছে।’

আরও পড়ুন -  সুপার রোমান্টিক ভিডিও অঞ্জনা সিংয়ের, এই দেখে নিয়ন্ত্রণ হারাচ্ছেন তার নেট ভক্তরা

 আরও বলেন, ‘আমি কখনও পুরস্কারের আশায় কাজ করিনি আর সামনেও করবো না। আমার সবসময় ফোকাস থাকে কাজের দিকে। কাজ কতটা ভালো করছি, আমার লক্ষ্য কতটা পূরণ করতে পারছি, সেদিকটা দেখি। তবে পুরস্কার অবশ্যই একটা অর্জন, প্রত্যাশা না করে পেলে সেটা অবশ্যই ভালো লাগে।’

আরও পড়ুন -  Gold Price Today: আজকে মুখ থুবড়ে পড়ল সোনার দাম, কলকাতার বাজারদর জানুন

সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচক পুরস্কার ক্যাটাগরি নিয়ে নানারকম মন্তব্য দেখা যাচ্ছে। অনেকে আপনাকে সাধুবাদ দিচ্ছেন আবার অনেকে বলছেন, সমালোচকে এ পুরস্কারটা মেহজাবীন চৌধুরীর প্রাপ্য ছিলো। এ নিয়ে আপনার মন্তব্য কি বা আপনার কি মনে হয়, এমন প্রশ্নে ফারিণের উত্তর, এটা খুবই হাস্যকর। আমাকে যারা পছন্দ করে তাদের কাছে অবশ্যই ভালো লাগবে আর যারা পছন্দ করে না তাদের কাছে ভালো লাগবে না। এতে আমার কিছুই যায় আসে না।সামাজিক যোগাযোগ মাধ্যমে কতজনই তো কতকিছু বলে। আমি ওসব দেখি না, মাথায়ও ঘামাই না।

আরও পড়ুন -  Puja Cheri: শুধুই বিভ্রান্তি তৈরি করছেনঃ পূজা