নিখিল আবার নায়িকার প্রেমে ! নুসরাতের প্রাক্তন

Published By: Khabar India Online | Published On:

 নিখিলের! জীবনে নুসরাত জাহান ‘অতীত’। বর্তমান নাকি আবারও এক নায়িকা, সৌরসেনী মৈত্র! টলিউডের গুঞ্জন, ইদানীং তাদের নাকি প্রায়ই এক সঙ্গে দেখা যাচ্ছে। এই মুহূর্তে সৌরসেনী লন্ডনে। শুটে ব্যস্ত। নায়িকা ইনস্টাগ্রামে নিয়মিত সেখানকার ছবি দিচ্ছেন ৪ মে থেকে। খবর, নিখিলও নাকি সেখানে গুটিগুটি পায়ে পৌঁছে গেছেন।

আরও পড়ুন -  একে বারে আইফোনের মতোই ফোন নিয়ে এল Vivo

নিখিলের ইনস্টাগ্রাম স্টোরি অনুযায়ী, কারও হাসি তার নতুন অনুপ্রেরণা। ইনস্টাগ্রাম বলছে, দিন পাঁচেক আগে তাকে দেখা গেছে ভাইয়ের বিয়েতে। তার পরেই কি তিনি উড়ে গিয়েছেন লন্ডন? দু’জনেই অধরা।

আরও পড়ুন -  BSNL-এর ১০০ টাকার কমে ৫টি সেরা রিচার্জ প্ল্যান, থাকছে আনলিমিটেড কল ও ফ্রি ইন্টারনেট

নুসরাত জাহানের সঙ্গে সাতপাক ঘোরার পরেই নিখিলের টলিউড-যোগ আরও পাকাপোক্ত। সেই যোগ এখনও অটুট। গত শীতে পোশাকের নতুন সম্ভার নিয়ে আসার পার্টিতে উপস্থিত ছিল প্রায় গোটা টলিউড। নুসরাত সরে যাওয়ার পর তার বিপণির নতুন মুখ সৌরসেনী। কখনও রাইমা সেন, কখনও ত্রিধা চৌধুরী আবার কখনও সৌরসেনী এদের সঙ্গে বারেবারে উচ্চারিত হয়েছে বস্ত্র ব্যবসায়ীর নাম। নিখিলও ব্যাখা করেছেন, রাইমা এবং ত্রিধা তার খুব ভাল বন্ধু। বিশেষ করে ত্রিধা তার স্কুলের ‘জুনিয়র’।

আরও পড়ুন -  Mishmee Das: খোলামেলা ছবি পোস্ট করে ট্রোলড মিশমি, চলছে বডি শেমিং