Trina Saha: লাস্যময়ী তৃণা, পিঠ খোলা নীল পোশাকে

Published By: Khabar India Online | Published On:

তৃণা সাহা (Trina Saha) নিজেকে গ্রুম করছেন। আগে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসাবে কাজ করলেও ফিল্মে এই প্রথমবার অভিনয় করতে চলেছেন। সৃজিত মুখার্জী (Srijit Mukherjee) পরিচালিত ফিল্মের মাধ্যমে বড় পর্দায় তৃণার ডেবিউ হতে চলেছে। ইতিমধ্যেই নীল পোশাকে তৃণার কয়েকটি ছবি ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।

 দেখা যাচ্ছে, তৃণার পরনের পোশাকটি ব্যাকলেস। নীল রঙের এই পোশাকটি স্লিভলেস ও ডিপ নেক। কাঁধের উপর দিয়ে হল্টার নেক হয়ে নেমেছে পোশাকটি। পোশাকের নিচের দিক ঈষৎ চাপা। এই পোশাকের সাথে নিজের চুল খোলা রেখেছেন তৃণা। কানে পরেছেন লম্বা স্টোন বসানো ইয়ারিং। ছবিগুলি শেয়ার করে তৃণা লিখেছেন, তাঁর সোমবারের নীল রঙ।

আরও পড়ুন -  Ullu Web Series: এই ওয়েব সিরিজ দেখতে চাইলে একলা দেখবেন সব কিছু বন্ধ করে