32 C
Kolkata
Tuesday, June 11, 2024

Tanushree Dutt: তনুশ্রী দত্ত সড়ক দুর্ঘটনায় আহত

Must Read

সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন আশিক বানায়া আপনে সিনেমার নায়িকা তনুশ্রী দত্ত। সোমবার গাড়ির ব্রেক ফেলের কারণে দুর্ঘটনার শিকার হন অভিনেত্রী। সামাজিক যোগাযোগমাধ্যম নিজেই জানিয়েছেন এ তথ্য।

সোমবার মহাকাল দর্শন করতে যাচ্ছিলেন তনুশ্রী। গাড়ির ব্রেক নষ্ট হয়ে যায় রাস্তায়। এরপরেই ঘটে এ দুর্ঘটনা। এতে পায়ে চোট পেয়েছেন তিনি। পড়েছে সেলাইও।

আরও পড়ুন -  WhatsApp: হোয়াটসঅ্যাপে যুক্ত হলো মেসেজ রিঅ্যাকশন ফিচার

ইনস্টাগ্রামে পরপর কয়েকটি ছবি পোস্ট করেছেন তনুশ্রী। ছবিগুলোতে দেখা গেছে, হাসিমুখে দাঁড়িয়ে রয়েছেন মন্দির প্রাঙ্গণে। মাথায় লাল টিকা এবং হলুদ লাগানো। শেষের ছবিতে কেবল তার পা দেখা যাচ্ছে। পা কেটে রক্ত পড়ছে।

আরও পড়ুন -  Sri Lanka: শ্রীলঙ্কার এশিয়া কাপের দল ঘোষণা

ছবির ক্যাপশনে তনুশ্রী লিখেছেন, ঘটনাবহুল দিন ছিলো আজ! শেষমেশ মহাকাল দর্শন করতে পেরেছি। পথে গাড়ির ব্রেক ফেল করে। কয়েকটি সেলাই পড়েছে। জয় শ্রী মহাকাল!

উল্লেখ্য, ২০০৫ সালে তার অভিনীত আশিক বানায়া আপনে সিনেমা মুক্তি পায়। ছবিতে ইমরান হাশমির নায়িকা ছিলেন তিনি। ছবির টাইটেল গানে ইমরানের সঙ্গে ব্যাপক খোলামেলা দৃশ্যে দেখা যায়। এরপর দর্শকমহলে তুমুল জনপ্রিয়তা পান তনুশ্রী দত্ত।

আরও পড়ুন -  মুখ খুললেন তনুশ্রী দত্ত, অন্তরঙ্গ দৃশ্য নিয়ে, কি জানালেন?

Latest News

VIDEO: এই অভিনেত্রীকে স্টেজে জড়িয়ে ধরে রোম্যান্স করলেন খেসারি লাল যাদব, ভিডিও হল ভাইরাল

VIDEO: এই অভিনেত্রীকে স্টেজে জড়িয়ে ধরে রোম্যান্স করলেন খেসারি লাল যাদব, ভিডিও হল ভাইরাল। বর্তমানে টপ ট্রেন্ডি রয়েছে ডিজিটাল বিনোদন।...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img