Kiara Advani: কিয়ারা আদভানি টাইট পোশাক এর জন্য ট্রলের শিকার !

Published By: Khabar India Online | Published On:

বলিউডের অন্যতম অভিনেত্রী কিয়ারা আদভানি। যিনি অল্প সময়ে বলিউড ইন্ডাস্ট্রিতে জনপ্রিয় হয়ে উঠেছেন। তিনি বলি পাড়ায় শুধু নিখুঁত অভিনয়ের জন্য নয়, ফ্যাশন সেন্সের জন্যও সবসময় আলোচনায় উঠে আসেন।

আরও পড়ুন -  Rakhi Sawant: রোমান্টিক হলেন রাখি সাওয়ান্ত, স্বামী আদিলের সাথে খোলামেলা অবস্থায়, ইন্টারনেটে ভাইরাল ভিডিও

গত ২৩ মার্চ রাতে অভিনেত্রীকে মুম্বাইয়ের একটি রেস্তোরাঁ থেকে বের হতে দেখা যায়। তখন তার পরনে ছিল একটি আঁটসাঁট জিন্সের সাথে সাটিন শার্ট। সোশ্যাল মিডিয়ায় এ পোশাকের ছবি শেয়ার করেছেন তিনি।

আরও পড়ুন -  মিম প্রার্থী দানিশ আজিজ এর সর্মথনে সভা করার কথা ছিল আসাউদ্দিনের, কিন্তু এলেন না

ছবি প্রকাশ্যে আসতেই তা ভাইরাল হয়ে যায়। কিয়ারা তার ফ্যাশন পোশাকের জন্য ট্রলের শিকার হয়েছেন।

কিয়ারার ছবিতে প্রতিক্রিয়া জানিয়ে একজন জানতে চেয়েছেন, এত টাইট পোশাক কীভাবে খোলেন তিনি?

আরও পড়ুন -  সোশ্যাল মিডিয়ায় ভাইরাল, বেগম করিনা তৃতীয়বার মা হতে চলেছেন ?

আরেকজন মন্তব্য করেছেন, ‘আজ মেকআপ করেননি?’ অন্য একজন মন্তব্য করেছেন, ‘পোশাকটি ইউক্রেনীয় পতাকার মতো মনে হচ্ছে’। এই রকম নানা মন্তব্য দেখা গেছে।