শুভেন্দু অধিকারী কে দেখে নেবার হুমকি মদন মিত্রের, পালটা চ্যালেঞ্জ সাংসদ অর্জুন সিং এর

Published By: Khabar India Online | Published On:

  নিজস্ব সংবাদদাতা, উঃ ২৪পরগণাঃ    শুভেন্দু অধিকারী কামারহাটি তে প্রচারে এলে ভুল করবে,  ভাবানিপুরের থেকে ও আরো মক্ষব জবাব পাবে।  ওই চোর! চোর! চোরটা!! শিশির বাবু ছেলেটা কে কামারহাটির মানুষ, ভবানিপুর থেকেও আরো বেশি বুঝিয়ে দেবে!! আর যেতে দেবে না!! রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কে এমনই হুমকি দিলেন কামারহাটির বিধায়ক মদন মিত্র।

আরও পড়ুন -  Donald Trump: ট্রাম্পের মামলা, বিচার বিভাগের বিরুদ্ধে

পালটা চ্যালেঞ্জ সাংসদ অর্জুন সিং এর। মদন মিত্রের কতো দম আছে দেখে নেবো। আমাকেও বলে ছিলো হাতের পাঞ্জা কেটে নেবে! আমার তো দুটো হাতই আছে। প্রতিদিন কামারহাটি দিয়ে যাতায়াত করি। কই কিছু তো করতে পারলো না।

আরও পড়ুন -  Turkey: বুবলী তুরস্কে গিয়ে ভালোবাসার সমস্যায় !