আটবার ছোট পোশাকে কিয়ারা!

Published By: Khabar India Online | Published On:

চোখের চাহনি, সুন্দর হাসি, শরীরিক অঙ্গভঙ্গি- সব কিছুতেই অভিনেত্রী কিয়ারা আদভানি যেনো একটু অন্যরকম। তাইতো সহজেই তিনি বলিউডে নিজের একটি জায়গা করে নিয়েছেন।

অভিনীত চলচ্চিত্র ‘কবির সিং’ বক্সঅফিস মাতিয়েছে। শাহিদ কাপুরের বিপরীতে তার অভিনয়েরও প্রশংসা করেছেন অনেকে।

আরও পড়ুন -  বিয়ের তত্ত্বের জন্য ক্ষীরের মিষ্টি তৈরিতে ব্যস্ত শিল্পী

ব্যবসা সফল এ চলচ্চিত্রে অভিনয়ের পর তাকে আর পেছন ফিরে তাকাতে হয়নি। পরে বেশ কয়েকটি কমেডি মুভিতেও দেখা গেছে তাকে।

কিয়ারার সংগৃহীত পোশাকের সংখ্যা অনেক। নতুন পোশাক কেনা বা সংগ্রহ করা যেনো তার একটা শখ। সব পোশাকেই তাকে মানায়। তবে খাটো পোশাকে ২৯ বছরের কিয়ারা যেনো অনন্যা।

আরও পড়ুন -  Egg Korma: একঘেয়েমি ডিমের কোরমা, এবার পরিবর্তন খুঁজে পাবেন

মাঝেমধ্যেই তিনি এগুলো পরেন। এ পর্যন্ত তাকে আটবার খাটো পোশাকে দেখা গেছে?

আসলে এমনটা নয়। হয়তো বহুবার, বার বারই তিনি খাটো পোশাক পরে ভক্তদের সামনে এসেছেন। কিন্তু কখনো কখনো খাটো পোশাকে তাকে এমন দেখাচ্ছিল যে, ভক্তদের রাতে ঘুম গেছে।
কোনো কোনো ভক্ত তার এ ছবিগুলো হয়তো ঘরে বাঁধিয়ে রাখতে পারেন। সূত্র: পিঙ্ক ভিলা

আরও পড়ুন -  Riya Chakraborty: রিয়া চক্রবর্তী স্বাভাবিক জীবনের খোঁজে