তৃণমূলে আগে ছিল কাট মানি নিয়ে দ্বন্দ্ব আর এখন যেটা হচ্ছে সেটা তৃণমূলের পারিবারিক লড়াইঃ রাহুল সিনহা

Published By: Khabar India Online | Published On:

নিজস্ব সংবাদদাতা, উঃ ২৪পরগণাঃ     তৃণমূলে আগে ছিল কাট মানি নিয়ে দ্বন্দ্ব আর এখন যেটা হচ্ছে সেটা তৃণমূলের পারিবারিক লড়াই চলছে। মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লড়াই শুরু হয়েছে যা কালি ঘাট থেকে নীচ তলা পর্যন্ত পৌঁছে গেছে যাতে বিবৃতি আর পাল্টা বিবৃতি চলছে । আসলে এতে বিজেপি র সুবিধা হচ্ছে। এই লড়াই তে মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পেয়েচেন তাই তো পার্টির সব পদ খারিজ করতে হয়েছে ওনাকে।”

আরও পড়ুন -  ৩৪ তম জন্মদিনে জীবনের নতুন অধ্যায় শুরুর সুখবর দিলেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়

খরদা পৌরসভার 5 নম্বর ওয়ার্ড বিজেপি সমর্থিত প্রার্থী দেবাশীষ গুহর সমর্থনে আজ প্রচারে
এসে তৃণমূল কংগ্রেসের মধ্যে কার দ্বন্দ্ব নিয়ে এই ভাষাতেই কটাক্ষ করলেন এলেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি রাহুল সিনহা।এদিন রাহুল সিনহা প্রার্থী দেবাশীষ গুহকে সাথে নিয়ে রহড়া কেরুলিয়া অঞ্চলে বাড়ি বাড়ি পৌঁছে সাধারণ মানুষের কাছে ভোট প্রার্থনা করলেন রাহুল সিনহা।

আরও পড়ুন -  Ullu-র নতুন ওয়েব সিরিজ কামুক দৃশ্য ভরা, ভদ্রতার সবকিছু সীমা চুরমার করেছে অভিনেত্রী শফাক নাজ