সারা আলি খান মাইনাস ২ ডিগ্রি তাপমাত্রায় সাতার কাটছেন, ছবি ভাইরাল

Published By: Khabar India Online | Published On:

কাশ্মীরে ছুটি কাটাচ্ছেন সারা আলি খান। সারা একা নন, সঙ্গে রয়েছেন তার ভাই ইব্রাহিম আলি খান।

মাইনাস ২ ডিগ্রি তাপমাত্রাতে সুইমসুটে সাতার কাটছেন নায়িকা। ছবি পোস্ট করার পরই ভাইরাল হয়ে যায় সেই ছবি।

আরও পড়ুন -  Drunken Bike Rider: মদ্যপ বাইক আরোহীর ধাক্কায় প্রিয়াঙ্কার পায়ের হাড় টুকরো হয়ে যায়

দুদিন আগেই সারা ইনস্টাগ্রামে লিখেছিলেন যে, ‘যেখানে ভাই থাকে সেখানেই আমার ঘর’।

ইব্রাহিম, সারা ছাড়াও এই ট্রিপে রয়েছেন তাদের একঝাঁক বন্ধু। বরফে ঢেকেছে কাশ্মীর ভ্যালি। বরফ নিয়ে খেলছেন সারা ও তার বন্ধুরা। তৈরি করেছেন বরফের পুতুল।

আরও পড়ুন -  LPG Gas Cylinder Price: এলপিজি গ্যাস সিলিন্ডারের মূল্যবৃদ্ধি, স্বস্তির সুযোগ নেই!

ইব্রাহিম ও সারার মিল দেখে বোঝাই যায় যে, ভাই-বোনের সম্পর্কের বাইরে তারা ভালো বন্ধুও।

কাশ্মীর ঘুরতে গিয়ে চলছে ফটোসেশন। একের পর এক ছবি পোস্ট করছেন সারা।

আরও পড়ুন -  Sara Ali Khan: উন্মুক্ত নাভি, শাড়ির ফাঁকে দেখা যাচ্ছে, সারার নাচ দেখুন ভিডিওতে

সম্প্রতি ভিকি কৌশলের সঙ্গে ছবির শুটিং শেষ করলেন সারা। শুট শেষ করেই ছুটি মুডে নায়িকা। সূত্র: জি নিউজ