Minors Rescued: নিষিদ্ধ পল্লী এলাকায় নাবালিকা উদ্ধার !

Published By: Khabar India Online | Published On:

টুঙ্কা সাহা, আসানসোলঃ   এবার নাবালিকা উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ির চবকা নিষিদ্ধ পল্লী এলাকায়।

আজ চবকা এলাকায় দুর্বার সমিতির সদস্যরা খবর পাই চবকা এলাকায় কোনো বাড়িতে ওই নাবালিকা মেয়ে রয়েছে তড়িঘড়ি তারা সেই বাড়ি গিয়ে ওই নাবালিকা কে উদ্ধার করে দুর্বার সমিতির কার্যালয়ে নিয়ে আসে। সাথে খবর দেওয়া হয় সি ডাব্লু সি ও স্থানীয় পুলিশ প্রশাসনকে খবর দেয়।

আরও পড়ুন -  Ganikhan Chowdhury: গভীর শ্রদ্ধার সাথে প্রয়াত সাংসদ গনিখান চৌধুরীর ৯৫ তম জন্মদিন পালন

খবর পেয়ে দুর্বার কার্যালয়ে পুলিশ প্রশাসন ও সি ডব্লিউ সি আধিকারিকরা পৌঁছায় ঘটনার তদন্ত করে ওই নাবালিকাকে সাথে করে নিয়ে যায়।