38 C
Kolkata
Saturday, May 18, 2024

Maha Chhat Pujo: মহা ছট পুজো

Must Read

টুঙ্কা সাহা, আসানসোলঃ   আসানসোলের বার্নপুরের দামোদর নদীতে ছটপূজো পালিত হলো।

বুধবার সাড়ম্বরে ছটপূজো পালন করা হয়েছে।এদিনের ছটপুজো উপলক্ষে ছট ঘাটে আসেন আসানসোল পৌরনিগমের প্রশাসক অমরনাথ চ্যাটার্জি।

প্রসঙ্গত বুধবার দেশের পাশাপাশি আসানসোলের বার্নপুরের ছটপূজো পালিত হলো।

বহু ছট ব্রতীরা দামোদর নদীতে এসে ছট পুজোর প্রথম অর্ঘ্য পালন করেন।

ছটপুজো উপলক্ষে পুলিশ প্রশাসন এবং আসানসোল পৌরনিগমের তরফে সমস্ত রকমের ব্যবস্থা , ও নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে।

এদিন ছটপূজো উপলক্ষে দামোদর নদী পরিদর্শনে আসেন আসানসোল পৌরনিগমের প্রশাসক অমরনাথ চ্যাটার্জি।

আরও পড়ুন -  Vande Bharat Express: বাংলার বন্দে ভারতে থাকছে আমিষ পদ, বাঙালির কথা ভেবে, কি কি পাওয়া যাবে?

এর পাশাপাশি আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের আধিকারিকরাও উপস্থিত ছিলেন।

পুলিশের পক্ষ থেকেও নিরাপত্তার বিষটি লক্ষ রাখা হয়। বিভিন্ন নদীঘাটে ও জ্বলাধারে ছোটপুজোর চিত্র!

ছোট পূজো বর্তীদের এদিন নদীঘাট ও জ্বলাধারে ছোটপূজো করতে দেখা গেলো!

বিভিন্ন ছোট ঘাট গুলোকে সুন্দর ভাবে সাজানো হয়েছে ছোটপুজোর উপলক্ষে!

একই সাথে করোনা বিধি মেনেই চলছে ছোটপুজো! বার্নপুরের দামোদর নদীতে ছটপূজো পালিত হলো।

আরও পড়ুন -  ইংরাজী নতুন বছর আসার আগে Airtel গ্রাহকদের দিলো দারুন অফার, এখন বিনামূল্যে দেখুন নেটফ্লিক্স এই প্ল্যানের সঙ্গে

বুধবার সাড়ম্বরে ছটপূজো পালন করা হয়েছে।এদিনের ছটপুজো উপলক্ষে ছট ঘাটে আসেন আসানসোল পৌরনিগমের প্রশাসক অমরনাথ চ্যাটার্জি।

প্রসঙ্গত বুধবার দেশের পাশাপাশি আসানসোলের বার্নপুরের ছটপূজো পালিত হলো। বহু ছট ব্রতীরা দামোদর নদীতে এসে ছট পুজোর প্রথম অর্ঘ্য পালন করেন।ছটপুজো উপলক্ষে পুলিশ প্রশাসন এবং আসানসোল পৌরনিগমের তরফে সমস্ত রকমের ব্যবস্থা ও নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে।

এদিন ছটপূজো উপলক্ষে দামোদর নদী পরিদর্শনে আসেন আসানসোল পৌরনিগমের প্রশাসক অমরনাথ চ্যাটার্জি।

এর পাশাপাশি আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের আধিকারিকরাও উপস্থিত ছিলেন।পুলিশের পক্ষ থেকেও নিরাপত্তার বিষটি লক্ষ রাখা হয়। পশ্চিম বর্ধমান আসানসোল বারাবনি ব্লকের অন্তর্গত ভানোড়া কোলিয়ারি এলাকায় বুধবার তৃণমূলের পক্ষ থেকে 200 জন ছট পূজা মহিলা ও পুরুষকে ছট পুজোর কুলো ও সামগ্রী বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলার হিন্দি বিভাগের সভাপতি সেন্টু ভূঁইয়া এছাড়া উপস্থিত ছিলেন ইসিএলের ম্যানেজার শ্রীজীব চ্যাটার্জী বারাবনি পঞ্চায়েতের প্রধান নরেশ বাউরী এছাড়া উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবীরা।

আরও পড়ুন -  Inauguration: গৌড় ট্রাক ওনার্স এসোসিয়েশনের নতুন ভবনের উদ্বোধন

Latest News

Web Series: পুত্রবধূ বাড়িতে একলা থাকায় সম্পর্কে জড়ালেন শ্বশুর, এই ভিডিওটি একদম একলা দেখবেন

Web Series: পুত্রবধূ বাড়িতে একলা থাকায় সম্পর্কে জড়ালেন শ্বশুর, এই ভিডিওটি একদম একলা দেখবেন।  Web Series টি ১৮+উদ্ধের জন্য। ওয়েব...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img