34 C
Kolkata
Sunday, May 19, 2024

Train Local: দেখুন, ট্রেনের প্রতিটি কামরায় যাত্রীরা কি ভাবে যাচ্ছে ?

Must Read

সত্যজিৎ চক্রবর্তী, কলকাতা ও  হুগলীঃ   আজ থেকে শুরু হলো দীর্ঘ ১৯ মাস পর সমস্ত লোকাল ও দূরপাল্লার ট্রেন।

সকালের দিকে ডানকুনি থেকে বিধান নগর যা দেখলাম তা ক্যামেরা বন্ধি করেছিলাম।

আরও পড়ুন -  চন্ডিতলা বিধানসভার ১০ নম্বর ওয়ার্ড ত্রিমুখী প্রতিদ্বন্ধির মধ্যে লড়াই

বিকালের দিকে হাওড়া রেল স্টেশন ও তার সংলগ্ন এলাকা স্টেশনের খন্ডচিত্র তুলে ধরলাম।

ট্রেনটি ছিল হাওড়া থেকে বর্ধমান কর্ড লাইনের ৫-৩৩মিঃ ছাড়ল, তখন ট্রেনের প্রতিটি কামরায় সিটে তিনজন করে বসে আছে, কিন্তু লিলুয়া স্টেশন ঢোকার সঙ্গে সঙ্গে যাত্রি কোন রকম নিয়মকে তোয়াক্কা না করে যাত্রী উঠে, কে কত তারা চতুর্থ সিটটা দখলে রাখবে।

আরও পড়ুন -  Durga Pujo: ডানকুনি আবাসন সার্বজনীন সমিতির ৩২তম দুর্গাপুজো

ডানকুনি স্টেশনের নামার যা দৃশ্য দেখলাম তা ক্যামেরা বন্ধি করে পাঠালাম। দেখুন ট্রেনের প্রতিটি কামরায় যাত্রীরা কিভাবে যাচ্ছে।

Latest News

ভক্তরা বললেন, ‘ফায়ার ব্রিগেডকে ডাকো’, স্নানের সময় এই রকম বোল্ড ভঙ্গিমায় পোজ দিলেন অক্ষরা সিং

ভক্তরা বললেন, ‘ফায়ার ব্রিগেডকে ডাকো’, স্নানের সময় এই রকম বোল্ড ভঙ্গিমায় পোজ দিলেন অক্ষরা সিং। ভোজপুরী সিনেমা: এক ঝলকঃ ভোজপুরী সিনেমা...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img