Aparna Ghosh: অভিনেত্রী অপর্ণা ঘোষ, খেলায় ব্যস্ত

Published By: Khabar India Online | Published On:

অভিনেত্রী অপর্ণা ঘোষ, খেলায় ব্যস্ত স্বামী সত্রাজিৎ দত্তের সাথে প্রায়ই ছবি পোস্ট করেন থাকেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। দুজনের সম্পর্কের রসায়ন যে চমৎকার সেটা তাদের দেখেই বোঝা যায়। বৃহস্পতিবার(৭ অক্টোবর) অপর্ণা ঘোষের স্বামী সত্রাজিৎ দত্ত নিজের ফেসবুক ওয়ালে স্ত্রীর একটি ছবি পোস্ট করেছেন। ছবিতে দেখা যাচ্ছে অপর্ণা খুব মনোযোগের সাথে পুল খেলায় ব্যস্ত।

আরও পড়ুন -  Abhishek Chatterjee: বাংলা সিনেমা জগতের এক উজ্জ্বল নক্ষত্র, অভিনেতা অভিষেক চ্যাটার্জি না ফেরার দেশে !

ক্যাপশনে সত্রাজিৎ লিখেছেন, ‘সারাদিন অভিযোগের কালেকশন নিয়ে হাসব্যান্ডের জন্য অপেক্ষারত স্ত্রী’র চেহারা এমনই থাকে।

অপর্ণা ঘোষ বেশ বেছে কাজ করে থাকেন। নাটক, টেলিফিল্ম, সিনেমা সব জায়গায়ই তার অবাধ বিচরণ।

আরও পড়ুন -  Prosenjit-Rana: প্রসেনজিৎ-এর বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন, প্রযোজক রাণা সরকার (Rana Sarkar)!