36 C
Kolkata
Sunday, June 16, 2024

Horoscope: আজ ১৬ই সেপ্টেম্বর, রাশিফল দেখুন কি বলছে ?

Must Read

আজ ১৬ই সেপ্টেম্বর (৩০শে ভাদ্র) বৃহস্পতিবার রাশিফল।

মেষঃ আজ কাছের কোনো প্রিয় মানুষের সাথে মনোমালিন্য বা ছোট কিছু নিয়ে সমস্যা হতে পারে। মাথা ঠান্ডা রেখে কাজ করুন।

বৃষঃ আজ আপনি কিছু জিনিস পেতে পারেন। বঞ্চিত নিজের জিনিস থেকে বাদ পড়বেন না। মন শক্ত রাখুন। ঠান্ডা মাথায় কাজ করুন।

মিথুনঃ আজ আপনার কাছের বন্ধু শত্রু হতে পারে। আপনার চরম ক্ষতি করতে পারে। সাবধানে চোখ কান খোলা রেখে কাজ করুন। কাউকে হঠাৎ করে বিশ্বাস করবেন না।

আরও পড়ুন -  Horoscope: ২৫ শে জুলাই, রাশিফল দেখে নিন

কর্কটঃ আজ আপনার মনে বিলাসবহুল জীবন কাটানোর ইচ্ছে হতে পারে। বিলাসিতার জন্য অনেক বেশি টাকা পয়সা খরচ করতে পারেন। নিজেকে বেশি করে সময় দিন।

সিংহঃ আজ কোনো কারণে কারোর প্রতি হিংস্র হয়ে উঠতে পারেন। মন ও মাথা শান্ত রাখুন। নিয়মিত যোগাভ্যাস করুন। দিনটি খুব একটা ভালো যাবে না।

কন্যাঃ আজ আপনার বিপুল পরিমাণ অর্থ খরচ হতে পারে। বুঝে-শুনে ব্যয় করুন। দেখে শুনে কাজ করুন। আজ দিনটি খুব একটা ভালো যাবে না।

আরও পড়ুন -  Horoscope: আজ ৩রা অক্টোবর, রাশিফল দেখুন

তুলাঃ আপনার অফিসে কোনো বিশেষ কাজের জন্য বেশ প্রশংসিত হবেন। প্রমোশন হওয়ার সম্ভাবনা প্রবল। ভালো করে নিজের কাজ কর্ম করুন। দিনটি বেশ ভালোই যাবে।

বৃশ্চিকঃ আপনি অসৎ সঙ্গের পাল্লায় পড়তে পারেন। দেখে বন্ধু নির্বাচন করুন। খারাপ কাজে বিপুল ক্ষতি হওয়ার সম্ভাবনার আছে।

ধনুঃ আজ অশ্ব রোগে ভোগার সম্ভাবনা আছে। বেশি তেল মশলা যুক্ত খাবার খাবেন না। শরীরের প্রতি যত্নশীল হন। ডাক্তারের পরামর্শ নিন।

আরও পড়ুন -  Jeet: জিৎ প্রযোজিত বাংলা ছবি ‘হরে কৃষ্ণ’, বাজিমাত কান চলচ্চিত্র উৎসবে

মকরঃ বাড়িতে আজ অতিথি সমাগমের যোগ রয়েছে। বোন বা ভাইয়ের সঙ্গে আজ আপনার দারুন সম্পর্ক গড়ে উঠবে। বন্ধু সমাগম হবে, সারাদিন আনন্দে উৎফুল্লে দিন যাবে।

কুম্ভঃ আজ আপনি হাড়ের সমস্যায় ভুগতে পারেন। বসে না থেকে ডাক্তারের কাছে চিকিৎসা করান। নিয়ম মেনে ওষুধ খান। প্রতিদিন হাঁটতে বেরোন।

মীনঃ আজ দীর্ঘদিনের কোনো বিপদে থাকলে, আজ নিজের বুদ্ধি দিয়ে সেই বিপদ থেকে মুক্ত পেতে পারেন। সাবধানে নিজের কাজ করুন।

Latest News

Weather Update: স্বস্তির বৃষ্টি কবে থেকে! গরমে তিতিবিরক্ত দক্ষিণবঙ্গবাসী

Weather Update: স্বস্তির বৃষ্টি কবে থেকে! গরমে তিতিবিরক্ত দক্ষিণবঙ্গবাসী।  দক্ষিণবঙ্গবাসী ভ্যাপসা গরমে অতিষ্ঠ হয়ে গেছেন। শনিবার চলে গেল, আজ রবিবার...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img